আগামী ২১ ডিসেম্বর থেকে জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্মেলন। প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হবে সম্মেলন। সমাবেশের প্রধান বক্তা সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
ইতিমধ্যে জেলা সম্মেলনের লোগো ও থিম সং প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছেন জেলা সম্পাদক সলিল আচার্য। জেলা সম্মেলনকে সামনে রেখে আক্রান্ত ভারতীয়ত্ব বোধ প্রতিরোধ কোন পথে ? শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন দার্জিলিং জেলা পার্টির অন্যতম নেতৃত্ব দিলীপ সিং। সোমবার সন্ধ্যায় শুরু হয় সুসজ্জিত ট্যাবলোতে প্রচার জেলা সম্মেলন ও সমাবেশের প্রচারের লক্ষ্যে প্রখ্যাত সুরকার প্রয়াত সলিল চৌধুরীর গান ও কবিতার কোলাজে নির্মিত লুনা সাহার রচিত ও পরিচালিত, স্থানীয় শিল্পীদের অভিনীত পথ নাটক "সেলাম বাবা সেলাম" । ২১-২২ শে ডিসেম্বর জেলা সম্মেলনের আগে পর্যন্ত জেলার বিভিন্ন অংশে এই ট্যাবলোর মাধ্যমে সন্মেলনের বার্তা প্রচার করা হবে ।
জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা প্রতিবেশী দেশে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ এর প্রতিবাদ জানিয়ে ও আগামী ২১ শে ডিসেম্বর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ বেলা ১ টায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে হতে চলা জেলা সমাবেশে সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সীমান্তবর্তী সদর ব্লকের বেরুবাড়ী, গড়াল বাড়ি, বাহাদুর, রাজগঞ্জ ব্লকের গ্রামের হাট গুলোতে হাটসভা, মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলার তিস্তা প্রকল্পকে জাতীয় প্রকল্পে রূপায়িত করে কৃষি এলাকায় তিস্তা খালের মাধ্যমে সেচের সুবন্দোবস্ত করা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বন্যপ্রাণীদের দ্বারা ফসলের ক্ষতি হলে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, বিভেদের রাজনীতিকে দূরে রেখে জীবন জীবিকার দাবিকে সামনে এনে লড়াই এ সামিল হওয়ার আহ্বান জানিয়ে চলছে প্রচার। জেলা সম্পাদক সলিল আচার্য জানান জেলা জুড়ে চা শ্রমিক মহল্লা, কৃষি বলয় বিভিন্ন হাট বাজার শহর শহরতলী এলাকায় চলছে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ, লিফলেট বিলি করে জেলা সন্মেলন ও জেলা সমাবেশ কে সফল করার লক্ষ্যে নিবিড় প্রচার।
Comments :0