LOK SABHA PHASE 1

১১টা পর্যন্ত ২৪.৫% ভোট দেশে

জাতীয় লোকসভা ২০২৪

শুক্রবার গয়ায় ভোটের জন্য দীর্ঘ সারি।

বেলা ১১টা পর্যন্ত দেশে ২৪.৫ শতাংশ ভোট পড়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম,নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের হিসেব একত্রে জানিয়েছে নির্বাচন কমিশন। 
শুক্রবারই শুরু হলো লোকসভা ভোট। এই দফায় ভোটদাতার সংখ্যা ১৬.৬৩ কোটি। মহিলা এবং পুরুষ ভোটদাতা ৮ কোটি করে। প্রায় ২ লক্ষ ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন। 
কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, সর্বানন্দ সোনওয়াল প্রথম দফায় প্রার্থীদের মধ্যে রয়েছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং ডিএমকে নেত্রী কানিমোঝিও প্রথম দফার ভোটেই প্রার্থী।
২০১৯-এ এই ১০২ আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছিল ৪৫টি। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল ৪১ আসন।

Comments :0

Login to leave a comment