দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে আইএসএল । বুধবার গাছিবোলি স্টেডিয়ামে হায়দারবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান। খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায় । ছন্দটা কেটে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে ৩ -০ হারের পর। কিন্তু এই মাসে পর পর দুটি কোলকাতা ডার্বি জিতে ছন্দ ফিরে পেয়েছে মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট দারুণ পারফরম্যান্স করছেন। তিনিই মূলত এই দলটির চালিকাশক্তি। ডার্বিতে গোল পেয়ে ছন্দ ফিরে পেয়েছেন দিমি পেট্রাটসও ।
তবে গত ম্যাচে কিশোরভারতীতে মহামেডানকে ৪ গোল দিয়েছে হায়দারবাদ। অ্যালান ডি সুজা করেছিলেন দুটি গোল । তাই এই খেলোয়াড়টির দিকে যথেষ্ট নজর দিতে হবে শুভাশীষ - আলবার্তোদের। এছাড়াও রয়েছেন সাই গোদার্ড। ডিফেন্সে আলেক্স সাজি রয়েছেন। তবে গ্রেগ স্টুয়ার্ট নিজের খেলা খেলতে পারলে এই মোহনবাগানকে রোখা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার । আইএসএলে এর আগে মোট ১২ টি মুখোমুখি সাক্ষাৎকারে ৬ টিতেই জয়ের মুখ দেখেছে সবুজ মেরুন। ২ টি ম্যাচ জিতেছে নিজামসরা । বর্তমানে লিগ টেবিলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোলিনার মোহনবাগান । সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে থানবয় সিংটোর হায়দারবাদ। বুধবারের ম্যাচটি জিতলেই ১৩ পয়েন্ট নিয়ে জামশেদপুরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসবে সবুজ মেরুন।
Comments :0