MUKTADHARA POEM SUSMITA GHOSH

মুক্তধারা কবিতা সু্স্মিতা ঘোষ

সাহিত্যের পাতা

MUKTADHARA   POEM SUSMITA GHOSH 27 MAY

না বলা কথা
সু্স্মিতা ঘোষ

গাল ফোলানো লক্ষ কথার ভিড়ে
না বলা কথার বিরাট বড় রাজ্য,
সবাই তোমায় তোমার নামেই চেনে
তবে অযথা কেন ভিন্ন নামিন সাজছো?

এরাজ্যে এক হৃদয় নগর আছে
খুব কম মানুষের নিবাস দেখা যায়,
সেখানে সবাই হৃদয় দিতে প্রস্তুত
আর এখানে শুনি হৃদয় পুড়ে ছাই !

অনেক কথাই অর্থ হারার দলে
কথার কথা মানচিত্র চায়,
নীরবতার অর্থ হৃদয় বোঝে
তার হৃদয়ে প্রদীপ জ্বেলে যায়।

না বলা কথার অনেক বেশি শক্তি
শক্ত দড়িতে বাঁধতে হয়না তাকে,
রোদের গায়ে সাঁতরে আসা বায়ু
যেমন দুর্গন্ধ আড়াল করে রাখে।

তোমার তুমি হারিয়ে গেলে জেনো
হৃদয় নগরে হৃদয় খোয়া গেছে, 
গাল ফোলানো লক্ষ কথার ভিড়ে
না বলা কথা এখনো বেঁচে আছে।

 

Comments :0

Login to leave a comment