US School Shooting

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা ৩ শিশু সহ নিহত ৬

আন্তর্জাতিক

US School Shooting

ফের একবার আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত একাধিক খুদে স্কুল পড়ুয়া। সোমবার টেনিসে প্রদেশের রাজধানী ন্যাশভিলের একটি কনভেন্ট স্কুলে এই হামলায় খুদে স্কুল পড়ুয়া সহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা গেছে এদিন সকালে এক ব্যক্তি ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক নিয়ে ঢুকে পড়ে। খুদে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঘটনায় খুদে পড়ুয়া সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পালটা গুলিতে হামলাকারী প্রাণ হারিয়েছে হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে, আততায়ীর পরিচায় এদিন গভীর রাত পর্যন্ত জানা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে ২৩ বার চলল গুলি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই,র তথ্য, ২০২১ সালে ৩৪৫ বার গুলিবর্ষণ হয়েছে। 
ন্যাসভিলের প্রশাসন জানিয়েছে বন্দুকবাজ মহিলা, বয়স ২৮। 
রাষ্ট্রপতি জো বাইডেন দুঃখপ্রকাশ করেছেন। বন্দুকের ব্যক্তিগত ব্যবহার আইনে কড়াকড়ির পক্ষে সওয়াল করেছেন।

Comments :0

Login to leave a comment