SHOOTOUT BASIRHAT

বসিরহাটে সিপিআই(এম) কর্মীর বাড়িতে গুলি

জেলা

রফিকুল মোল্লার ঘরের শো-কেসে, জানালার কাচে গুলির দাগ। ছবি: প্রবীর দাশগুপ্ত

ফের শ্যুট আউটের ঘটনা ঘটলো বসিরহাট থানার নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার রাতে রাত সাড়ে ৯টা নাগাদ ঘটে ঘটনাটি। 
অভিযোগ, খুন করার উদ্দেশ্য নিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের ৮৭ নম্বর বুথের শঙ্করপুরে সিপিআই(এম) কর্মী রফিকুল মোল্লার বাড়িতে সশস্ত্র হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 
তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রফিকুল সে সময় বাড়িতে না থাকায় রক্ষা পেয়ে যান। রফিকুল ইসলামের বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি ঘরের জানালার কাচ ভেঙে লোহার শোকেস ভেদ করে দেওয়ালে গিয়ে বেঁধে। 
রফিকুল জানান, মোটরবাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় ৩০-৪০ জনের দুষ্কৃতী দল আসে। বেপরোয়া তাণ্ডব চালায়। তাঁর পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভিতরে থাকার কারণে প্রাণে বেঁচে যান। 
পুলিশ শুক্রবার রাতে না এলেও শনিবার সকালে ঘটনাস্থলে আসে। রফিকুল মোল্লার ঘরের ভিতর থেকে দু’টি গুলির খোল উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে। শুক্রবার রাতের এই ঘটনায় শঙ্করপুর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীরা সোচ্চার হন শাসকদলের ঘনিষ্ঠ ওই সমস্ত বন্দুকবাজদের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment