BAKERY

হারিয়ে যাচ্ছে কলকাতার পুরোনো বেকারির স্বাদ

কলকাতা

মধ্য কলকাতার তালতলা এলাকায় এখনো রয়েছে গোটা পঞ্চাশেক বেকারি। পাউরুটি আজও তৈরি করেন কারিগররা। যন্ত্র চালু হয়নি এমন ছোট বেকারিতে। তার জন্য পিছিয়ে পড়তে হচ্ছে। বহু মানুষের রোজগার, ভরসার কেন্দ্র। তাদের কথা এই ভিডিও-তে।

Comments :0

Login to leave a comment