G-20 TRAIN

জি-২০’র জেরে ব্যাহত ৩০০টি ট্রেনের পরিষেবা

জাতীয়

জি-২০ গোষ্ঠীর বৈঠক বনছে দিল্লিতে। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং মর্যাদা বৃদ্ধির প্রচারে তৎপর বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। কিন্তু দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের নাজেহাল অবস্থা বৈঠকের জেরে। অন্তত ৩০০টি ট্রেন হয় বাতিল নয়তো যাত্রাপথ বদলাচ্ছে হচ্ছে সুরক্ষার কারণ দেখিয়ে। 

নর্দার্ন রেল জানিয়েছে ৯ এবং ১০ সেপ্টেম্বর বিদেশী রাষ্ট্রপ্রধানরা আসছেন দিল্লির জি-২০ গোষ্ঠীর বৈঠকে। নিয়মমাফিক এবার সভাপতিত্ব করছে ভারত। শীর্ষ বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে। ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই তিনশোটি ট্রেনের যাত্রাপথ হয় বদলাচ্ছে, নয় বাতিল হচ্ছে। 

এর মধ্যে ২০৭টি ট্রেন বন্ধই থাকবে ওই চারদিন। ১৫টি ট্রেনের টার্মিনাল বদলানো হবে। ৬টি ট্রেনের যাত্রাপথ বদলাবে। আরও ৭০টি ট্রেনের স্টপেজ বাড়ানো হবে। তার মধ্যে রয়েছে জম্মু তাওয়াই-দিল্লি রাজধানী, বারাণসী-নয়াদিল্লি টেজস রাজধানীর মতো দ্রুতগামী ট্রেনও। ফলে সময় বাড়বে দ্রুতগামী এই ট্রেনগুলির। শীর্ষ বৈঠক চলাকালীন ৩৬টি ট্রেন দাঁড়াবে না দিল্লির কিষানগঞ্জে। 

রেলের তরফে বলা হয়েছে, টিকিট কাটা থাকলে ট্রেনের সূচি নতুন করে দেখে নিতে হবে যাত্রীদের। দেখে নিতে হবে রুটও।  

Comments :0

Login to leave a comment