মঙ্গলবার কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলছেন, ‘‘রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ মিলিয়ে বিজেপির থেকে প্রায় ১০ লক্ষ ভোট বেশি পেয়েছে কংগ্রেস। সার্বিকভাবে ৪০ শতাংশ ভোটার কংগ্রেসের উপর আস্থা রেখেছেন।’’
সমাজকর্মী যোগেন্দ্র যাদবের বক্তব্য, ২০২৩’র এই বিধানসভার ভোট হুবহু লোকসভায় হলে গতবারের তুলনায় বিজেপি ১৯ আসন কম পাবে। সেই হিসেবও দিয়েছেন তিনি।
পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পরে বিজেপির তরফে দাবি করা হচ্ছে, ২০২৪’র ফাইনালের আগে সেমিফাইনাল ম্যাচ তাঁরা জিতে গিয়েছেন। বিরোধীদের উড়িয়ে দেওয়ার মতো জনাদেশ পেয়েছেন তাঁরা।
পাঁচ রাজ্যের ফলাফলে বিজেপি’র আধিপত্য যদিও স্পষ্ট। কিন্তু একতরফা প্রচারেরও যে ভিত্তি নেই, বলছেন কংগ্রেস নেতারা। এই অঙ্কে গুরুত্বপূর্ণ হয়েছে তেলেঙ্গানা। কারণ সেখানে বিজেপি একেবারেই কমজোরি।
সুপ্রিয়া শ্রীনাটে বলছেন, ‘‘হারের ফলে সাময়িক মুষড়ে পড়া স্বাভাবিক। কিন্তু কয়েকটি বিষয় মাথায় রাখাও প্রয়োজন। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং রাজস্থানের মোট ভোট ধরলে, বিজেপির থেকে ১০ লক্ষ বেশি ভোট পেয়েছি আমরা। এর থেকেই স্পষ্ট, সিংহভাগ মানুষ আমাদের বিচারধারায় আস্থা রাখেন। আমাদের বক্তব্যকে বিশ্বাস করেন।’’
শ্রীনাটে আরও বলেছেন, ‘‘এই ৪ রাজ্যের প্রতিটিতে আমরা ৪০ শতাংশের আশেপাশে ভোট পেয়েছি। এই ভোট শতাংশ হয় বিজেপির সমান, নইলে সামান্য কম। ২০০৩ সালের বিধানসভা নির্বাচনেও আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ভোটে হেরে গিয়েছিলাম। কিন্তু তার কয়েকমাস পরে হওয়া লোকসভা নির্বাচনে জিতে ফিরেছিলাম আমরা। কেন্দ্রে ইউপিএ সরকার তৈরি হয়েছিল।’’
সমাজকর্মী এবং ভোট বিশেষজ্ঞ এবং স্বরাজ্য অভিযানের প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদবের বক্তব্য, ‘‘মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে ৮৩টি লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালে বিজেপি ৮৩টির মধ্যে ৬৫ আসনে জিতেছিল। কংগ্রেস পেয়েছিল মাত্র ৬টি আসন। ২০২৩’র বিধানসভা নির্বাচনের ফল লোকসভা আসন ধরে হিসেব করলে, বিজেপি এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ২৮ আসনে। অর্থাৎ, ২০১৯’র তুলনায় ১৯টি কম আসনে এগিয়ে বিজেপি।’’
অনলাইন পোর্টাল ‘দ্যা ওয়ারে’ যাদব দেখিয়েছেন, বিধানসভা ভোটের নিরিখে রাজস্থানের ২৫টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ১৪টি এবং কংগ্রেস ১১টি’তে এগিয়ে রয়েছে।
ছত্তিশগড়ের ১১টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৮আসনে, এবং কংগ্রেস ৩টি’তে। মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ২৫ আসনে। কংগ্রেস ৪টি আসনে এগিয়ে।
তেলেঙ্গানার ১৭টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৯ আসনে। বিজেপি এই রাজ্যে একটিও আসনে এগিয়ে নেই। বিআরএস ৭টি এবং এআইএমআইএম এগিয়ে ১টি আসনে।’’
Comments :0