WEATHER BENGAL

দক্ষিণের ৫ জেলায় ঝড়বৃষ্টির অনুমান, চলবে তাপপ্রবাহ

রাজ্য

আলিপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর এই ছবি প্রকাশ করেছে।

উত্তরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জানালেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের অনুমানই করছে আবহাওয়া দপ্তর। আলিপুরে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অনুমান, দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায় (ছবি)।
রবিবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। ৫ মে থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 
রবিবার বিকেল থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। 
তীব্র তাপপ্রবাহ চলবে উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। ঝড়বৃষ্টির সম্ভবানা জানালেও তীব্র তাপপ্রবাহের মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং বাঁকুড়া।
উত্তরবঙ্গে দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 
সোমবার সাড়ে আটটা থেকে মঙ্গলবার রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা জানানো হয়নি। তবে তীব্র তাপপ্রবাহ চলবে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

Comments :0

Login to leave a comment