Rajasthan Accident

রাজস্থানে পথ দুর্ঘটনায় মৃত ৯

জাতীয়

রাজস্থানের ঝালাওয়ার জেলায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। শনিবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝালাওয়ার জেলার আকলেরা থানার অধীনে পাঞ্চলায়, ৫২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মধ্যপ্রদেশের খিলচিপুর থেকে ভ্যানে চেপে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ১০ যুবক, সেই সময় একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩ জনের। হাসপাতালে মৃত্যু হয়েছে আরো ৬ জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন।  আকলেরা থানার আধিকারীক সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, নিহতরা দুঙ্গার গ্রামের বাসিন্দা। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ১০ জন যুবক ভ্যানে যাচ্ছিলেন, যাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং ছয়জন হাসপাতালে মারা যান। একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও পরে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটি হরিয়ানা নম্বরের বলে জানা গেছে। 
স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকের গতি খুব বেশি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মৃতদেহগুলিকে আকলেরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে, যেখানে ময়নাতদন্ত হবে। ঘটনাস্থলে রয়েছে আকলেরা পুলিশ। নিহতের পরিবারকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর নিহতের পরিচয় জানা যাবে। ঘটনায় পুলিশ মামলা  দায়ের করে ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করেছে। 

Comments :0

Login to leave a comment