New Year accidents

নববর্ষ উদযাপনকালে লখনউতে জখম অন্তত ৯৮

জাতীয়

লখনউতে নববর্ষ উদযাপনের সময় পথ দুর্ঘটনা ও সংঘর্ষে অন্তত ৯৮ জন আহত হয়। এর মধ্যে ৮৭ জন পথ দুর্ঘটনার শিকার যাদেরকে সারা শহরের সরকারি ও হাসপাতালের জরুরি ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (King George's Medical University) ট্রমা সেন্টারে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সর্বোচ্চ ৬৫ জন পথ দুর্ঘটনার শিকার চিকিৎসাধীন।

মাথায় আঘাত পাওয়ায় ট্রমা সেন্টারে ভর্তি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কেন্দ্রের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, অধ্যাপক সন্দীপ তিওয়ারি বলেছেন: ‘‘৬৫ জন রোগীর মধ্যে অন্তত ১৫ জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বলে মনে হচ্ছে। এই রোগীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’’

ডাঃ রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (Ram Manohar Lohia Institute of Medical Sciences ) এর মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ বিক্রম সিং বলেছেন যে ১০ জন পথ দুর্ঘটনার শিকারকে নতুন বছরের ভোরে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বেশির ভাগের মাথায় আঘাত ও হাড় ভেঙ্গে গেছে।

Comments :0

Login to leave a comment