ASIAN GAMES

জাপানে ভিলেজবিহীন এশিয়াড গেমস

খেলা

এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে জাপানের দু’টি শহর আইচি ও নাগোয়াতে। এই এশিয়াডে কমানো হচ্ছে অংশগ্রহণকারীদের সংখ্যা। ৩২ দলের বদলে ফুটবল হবে মাত্র ৮টি দলের। এছাড়াও ব্যাক্তিগত ইভেন্টে দু’জনের বেশি কোনো খেলোয়াড়ই প্রতিনিধিত্ব করতে পারবেন না। 
মোট ৪৫টি দেশের অ্যাথলিটরা অংশ নেবেন। তবে, ২০২৬’র এই ইভেন্টে এক নয়া পদক্ষেপ নিতে চলেছে জাপান। প্রথমবার এশিয়াড গেমসে থাকবে না কোনো গেমস ভিলেজ। তার পরিবর্তে সমস্ত খেলোয়াড় ও কোচদেরকে রাখা হবে কয়েকটি ক্রুজ ও হোটেলে। 
তবে এই সিদ্ধান্তে নারাজ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA)’র সদস্যবৃন্দ। সংস্থার দাবি, প্রতিযোগীদের এক জায়গায় না রাখলে নষ্ট হতে পারে গেম স্পিরিট। তাই এখন দেখার জাপানের এই নবনির্মিত পরিকল্পনা কতটা কার্যকর হয়।

Comments :0

Login to leave a comment