AIFF

রেফারিং নিয়ে কড়া সিদ্ধান্ত ফেডারেশনের

খেলা

ভারতীয় ফুটবলে রেফারিং মান একেবারেই উন্নত নয়। সাম্প্রতিক সময়ে রেফারিং মান একেবারে তলানিতে ঠেকেছে। রেফারিদের আলটপকা সিদ্ধান্তে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টের মতো একাধিক দল সমস্যায় পড়েছে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে এবারের আইএসএলে দু’টি ম্যাচে পয়েন্ট পায়নি। কয়েকদিন আগেই এআইএফএফকে অভিযোগ জানিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরই নড়চড়ে বসে ভারতীয় ফুটবল ফেডারেশন। বছরের শেষদিন ফেডারেশনের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচজনের রেফারি ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করার। যারা সারা দেশে রেফারি কোর্স প্রদান করবে। এছাড়া তাঁদের কাজ হবে সারা দেশের ফুটবলের যেসব শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতা (আইলিগ, আইএসএল) চলবে, সেই প্রতিযোগিতায় রেফারিংয়ের দিকে নজর রাখবে। রেফারিং মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। 
এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘বেশ কয়েকটি মরশুমে খারাপ রেফারিংয়ের জেরে বহু ম্যাচের ফলাফলে প্রভাব পড়েছে, তাই রেফারিং মান উন্নয়নের জন্য কী করা যায়, সেটা নিয়ে ভাবনা চিন্তা করেছি আমরা। সারা বছর ধরে রেফারিং মান যাতে ঠিকঠাকভাবে এগিয়ে চলে, সেদিকে আমরা নজর রাখব। তবে কল্যাণ চৌবে রেফারিদের পাশে থেকে এও বলেছেন, ‘শুধু রেফারিদের দিকে আঙুল তুললেই হবে না। সমর্থক, ক্লাব কর্তাদের এটা বুঝতে হবে। রেফারিরাও মানুষ। ভুল তাঁদের হতে পারে। এমন কিছু পরিস্থিতি রেফারির কিছু সিদ্ধান্ত তাঁদের ক্লাবের বিপক্ষে গিয়েছে। হয়তো ওই পরিস্থিতিতে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল। তবুও সমর্থকরা রেফারিংয়ের অযাচিত সমালোচনা করেছে। যা একেবারেই উচিত নয়।
গত রবিবার দিন রেফারিং ইস্যু নিয়ে প্রায় চার ঘণ্টা বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ, কোষাধ্যক্ষ কিপা অজয়। কম্পিটিশনের চেয়ারম্যান অনিল কে প্রভারকরণ, রাজ্য উন্নয়ন প্রতিযোগিতার চেয়ারম্যান অভিজিৎ পাল সহ প্রমুখ।

Comments :0

Login to leave a comment