ANAYAKATHA | KRISHANU BHATTACHARJEE | GARDEN TO HIGHRISER | MUKTADHARA | 2025 MARCH 2

অন্যকথা | কৃশানু ভট্টাচার্য | বাগান থেকে দালান, দালান থেকে বহুতল | মুক্তধারা | ২০২৫ মার্চ ২

সাহিত্যের পাতা

ANAYAKATHA  KRISHANU BHATTACHARJEE  GARDEN TO HIGHRISER  MUKTADHARA  2025 MARCH 2

অন্যকথা | মুক্তধারা

বাগান থেকে দালান, দালান থেকে বহুতল
কৃশানু ভট্টাচার্য

চারদিকে দুমদাম শব্দ। আজ পূর্বে  তো কাল পশ্চিমে।‌ ছয় মাস অন্তর অন্তর একেকটা এলাকায় ঘুরলে দেখা যাবে বিচ্ছিন্নতা কখন নিবিড়তার ডাক দিয়েছে। ‌
নিবিড়তা মানেই কিন্তু কাছে থাকা নয়। ‌ বারো ঘর এক উঠোন এই অতীতের মন ভাল করা ভাবনার দিন কিন্তু আজ আর নেই। ‌ পাশের ঘরের মিস্টার গুপ্তকে নাও চিনতে পারেন মিস্টার মিসেস রায়। ‌ মানুষ এখন পদবীতে। ‌ ব্যক্তিগত নিবিড়তার জায়গায় এখন অনেকটাই স্হান করে নিয়েছে , একলা থাকার অভ্যেস। একলা কিন্তু একলা নয়,সবাই আছে একসাথে , কাঁধে কাঁধ মিলিয়ে,  হাতে হাত মিলিয়ে। কিন্তু সে সব সীমাবদ্ধ ভার্চুয়াল এর মায়াবী পৃথিবীতে। 
এভাবেই বদলে যাচ্ছে মফস্বল বড় শহর কিম্বা মহানগর। ‌ ৭৫ বছর আগেই যা ছিল ফলের বাগান ৪০ বছর আগে তা হয়েছে দালানকোঠার জঙ্গল। বৃক্ষের বদলে মানুষ আপন করেছে গুল্মকে, নিজে হয়ে গেছে বিরুৎ। আর এখন পুরোটাই আলংকারিক। টবে সাজানো।‌ যেমন সাজানো আবেগ , রাংতা মোড়া জীবন।
আকাশ ছোঁয়া কঠিন, তাই আকাশের কাছাকাছি যাওয়ার চেষ্টার শেষ কোথায়?
সময় এসে সব জোড়া দিয়ে যাবে...
অপেক্ষায় রয়েছে সময়ও।

Comments :0

Login to leave a comment