কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে এক বহুতলে আগুন লাগার খবর মিলেছে। চারতলার উপরে আগুন লাগে। সেই সময় সেখানে ২ ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরা কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে আসেন। রুদ্ধশ্বাস অভিযানের পরে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। দমকল কর্মীরা পাশের বহুতলের ছাদে উঠে আগুনে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেন।
আগুনের গ্রাস থেকে বাঁচতে ওই দুই ব্যক্তিকে গায়ে কম্বল জড়িয়ে বসে থাকতে বলা হয়। পাশের বহুতলের ছাদ থেকে তাঁদের গায়ে জল ছেটাতে থাকেন দমকল কর্মীরা। দমকলের আরও একটি দল সেই সময় গ্রিল কেটে বারান্দায় গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন।
পুলিশ এবং দমকল জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া দুই ব্যক্তিও আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় ভবানীপুর চত্ত্বরে।
Comments :0