CAMPAIGN ARAMBAGH

ছবিতে প্রচার: আরামবাগে প্রার্থী বিপ্লব মৈত্র

জেলা লোকসভা ২০২৪

বাঁকুড়া সীমান্তের গ্রামে গ্রামে আরামবাগ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বিপ্লব মৈত্রকে নিয়ে হয়েছে এমনই মিছিল।

গ্রাম জাগাও


গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুইনা গ্রামে প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী বিপ্লব  মৈত্র। সঙ্গে পার্টি কর্মীরা।

আগুয়ান মহিলারা

বাঁকুড়ার সীমান্ত লাগোয়া এই পুইনা গ্রাম। বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লাউগ্রাম অঞ্চলের সিরিঙ্গা গ্রামের পর পুইনা। পাশেই দ্বারকেশ্বর নদী। নদীর ওপারে ইন্দাস থানা। প্রার্থীকে বরণ করে নিলেন মহিলারা।
সাড়া দিচ্ছে জনতা 


পুইনা থেকে পাকুড়ে, আশপুর, পূর্ব চাকলা, আমবৌলা, বেলুন, পুন্ডহিত, কুমারগঞ্জ হয়ে ঝাড়খণ্ড গ্রাম, সিপিআই(এম) প্রচার ছুঁয়ে গিয়েছে জনতাকে। পাড়াগুলিতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মিছিলে মেহনতী


গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে বেঙ্গাই লক্ষীতলা থেকে গোঘাটের শেষ প্রান্ত হুগলী- বাঁকুড়ার সীমান্ত এলাকার খাটুল বাজারে প্রার্থীকে নিয়ে খাটুল বাজার পরিক্রমা হয়। মিছিল হয়েছে জায়গায় জায়গায়, সামনে থেকেছে মেহনতী জনতা।

(ছবি ও তথ্য: অনন্ত সাঁতরা)

Comments :0

Login to leave a comment