নিজের মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায়। মৃত ওই মহিলার নাম আমনা খাতুন। বয়স আনুমানিক (৫০)। মৃত মহিলার স্বামী আব্দুল শুকু জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন, এদিন বিয়ে অনুষ্ঠানে গিয়েছিল গোটা পরিবার। এরপর তার ছেলের বাইকে করে তার মাকে বাইকে করে বাড়ি পাঠিয়ে দেন।
এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখেন অভিযুক্ত ছেলে ইশতিয়াক তার নিজের মাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ বাবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার আই সি সন্দীপ চক্রবর্তী পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ।
Comments :0