দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা বুধবার বলেছেন, তাঁর স্বামী বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের সামনে হাজির হয়ে তথাকথিত আবাগারি কেলেঙ্কারির সত্য প্রকাশ করবেন। তিনি বলেছেন যে তিনি কেলেঙ্কারির ‘‘অর্থ কোথায় তা প্রকাশ করবেন’’ এবং প্রমাণও সরবরাহ করবেন।
দিল্লির আবগারি নীতির অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা স্বামীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন সুনীতা কেজরিওয়াল।
সাংবাদিক সম্মেলনে সুনীতা কেজরিওয়াল দাবি করেন, দিল্লির সিভিল লাইন এলাকায় ওই দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি মাত্র ৭৩ হাজার টাকা পেয়েছে।
তিনি আরও বলেন, তথাকথিত আবাগারি কেলেঙ্কারিতে ইডি ২৫০টিরও বেশি অভিযান চালিয়েছে। কিন্তু এখনও কিছুই পায়নি।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল ২৮ মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন। আবগারি কেলেঙ্কারির টাকা কোথায় তিনি গোটা দেশকে সত্যি কথা বলবেন। তিনি প্রমাণও দেবেন।
Comments :0