Grameen Bank

কৃষক, জনতার স্বার্থে গ্রামীণ ব্যাঙ্ক ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি

জেলা

রবিবার জলপাইগুড়ি শিক্ষক ভবনে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনোর বার্ষিক সাধারণ সভা।

সব রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কগুলোকে একত্রিত করে জাতীয় গ্রামীণ ব্যাংক চালু করতে হবে। সমস্ত চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীদের স্থায়ী করতে হবে। অবিলম্বে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে। 
রবিবার এই দাবি উঠল উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত সমস্ত স্তরের কর্মচারীদের সংগঠন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনোর বার্ষিক সাধারণ সভা থেকে। সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শিক্ষক ভবনে।
সমকাজে সমবেতন, ব্যাংক কর্মচারীদের নিয়ম অনুযায়ী পদোন্নতি, পেনশন গ্রাচুইটি বৃদ্ধির দাবিও উঠেছে সভায়। সম্মেলনের উদ্বোধন করেন অল বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত নাথ চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা সভাপতি মৃণাল রায়, সিদ্ধার্থ ঘোষ সম্পাদক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
উত্তরবঙ্গের সমস্ত জেলার থেকে শতাধিক প্রতিনিধি সাধারণ সভায় অংশগ্রহণ করেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় শূন্য হয়ে থাকা ৩০ হাজার পদে অবিলম্বে কর্মী নিয়োগ, গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারীদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারীদের সমতুল্য সমস্ত সুযোগ-সুবিধা প্রদান, অবিলম্বে সাম্প্রদায়িক বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরানোর, কৃষি ও কৃষকের স্বার্থে ব্যবস্থার সরলীকরণের দাবি ওঠে।  মহাজনি ঋণ প্রথা রুখতে আরো বেশি গ্রামীণ এলাকায় গ্রামীণ ব্যাঙ্কের পরিষেবা পৌঁছে দেওয়া সহ বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গের  জেলাগুলোর থেকে মোট ১২ জন প্রতিনিধি আলোচনা করেন। 
আসন্ন লোকসভা নির্বাচনে শ্রমিক কর্মচারী ও সমস্ত অংশের খেটে-খাওয়া মানুষের স্বার্থে সংবিধান বিরোধী সাম্প্রদায়িক বিজেপি সরকারকে ক্ষমতার দ্রুত সরাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সাধারণ সভার শেষে আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য ১৯ জনের কমিটি নির্বাচিত হয়।

Comments :0

Login to leave a comment