Indian Super League Playoffs

আইএসএলে প্লেঅফের ম্যাচ

খেলা

BFC-VS-MCFC-ISL-Playoff

অনেকদিন পর ফের একবার শুরু হয়ে যাচ্ছে আইএসএল। প্লে অফের লড়াইয়ে প্রথম ম্যাচে শনিবার নামবে বেঙ্গালুরু এবং মুম্বই সিটি এফসি । কান্তিরাভায় খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়। আইএসএলে বেঙ্গালুরু তৃতীয় স্থান পাওয়ার সুবাদেই তাদের হোম গ্রাউন্ডে হবে এই ম্যাচ ।  সুনীলের বেঙ্গালুরু এই মরশুমে মনের মত পারফর্ম করতে না পারলেও শেষ ছয়ে ঠিকই জায়গা করে নিয়েছে। শনিবারের ম্যাচ জিতে তাই সেমিতে খেলাই একমাত্র লক্ষ্য জারাগোজার দলের। অন্যদিকে গতবারের ফর্মের একেবারেই ধারেকাছে না থাকলেও কোনোমতে প্লে অফে খেলা ম্যানেজ করতে পেরেছে মুম্বই সিটি। চাঙতে, বিপিন, বিক্রম প্রতাপরা একদমই ফর্মে নেই এই মরশুমে। তবে এই প্লে অফ খেলেই ফের একবার গতবারের মতোই ফাইনালে পৌঁছতে চাইছে মুম্বই সিটি এফসি। এই ম্যাচ হবে একটি পর্বেরই। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে।

Comments :0

Login to leave a comment