BOOK REVIEW — MUKTADHARA / 1 DECEMBER

বই / মার্কসবাদ আজও সমান প্রাসঙ্গিক — প্রদোষকুমার বাগচী / মুক্তধারা

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  1 DECEMBER

মুক্তধারা

বই

মুক্তধারা

 

মার্কসবাদ আজও সমান প্রাসঙ্গিক

প্রদোষকুমার বাগচী

ভারত সহ বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিশিষ্ট নেতৃস্থানীয় পণ্ডিত ও কর্মীরা আজকের দিনেও পরিবর্তিত বিশ্বকে বোঝার জন্য মার্কসবাদকে বোঝার কথা বলছেন। নানা দিক ধরে তার আলোচনা করছেন। যেমন রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে মার্কসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছেন জন ম্যাকডোনাল। সিতারাম ইয়েচুরি ২০০ বছর পেরিয়ে মার্কসের উত্তরাধিকারের প্রতি মনোনিবেশ করেছেন। ধারণা এবং পদ্ধতি হিসাবে মার্কসবাদের প্রাসঙ্গিকতা বুঝতে  নয়াউদারনীতি সহ পুঁজিবাদ ও  নতুন প্রযুক্তির সম্পর্কের পাশাপাশি  চেতনার নির্মাণে আদর্শগত লড়াইকেও আলোচনার  গুরুত্বপূর্ণ স্থানে রাখতে চান অনেকে। আলোচনায় রাখতে চান  পরিবেশ, সংস্কৃতি,রাষ্ট্রের ভূমিকা, পপুলিস্ট জাতীয়তাবাদ, মহিলাদের  প্রসঙ্গকেও। মার্কসের জন্মের ২০০ বছর উপলক্ষে মার্কস মেমোরিয়াল লাইব্রেরি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে আলোচিত বিষয়ের উপর ভিত্তি করে বইটি সংকলিত হয়েছে।

Marx200: The Significance of Marxism in the 21st Century

Mary Davis, John McDonnell, and Vijay Prashad. Praxis Press. Glasgow, UK. Price -$30

 

Comments :0

Login to leave a comment