EDEN SEMIFINAL RAIN

ইডেনে সেমিফাইনাল, হালকা বৃষ্টির আশঙ্কা বৃহস্পতিবার

খেলা কলকাতা

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূল এলাকায় বৃষ্টি হবে। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের অনুমান করছে আবহাওয়া দপ্তর। 
বৃহস্পতিবার ইডেনে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে পরের দু-তিন দিন বাড়বে বৃষ্টির মাত্রা। শনিবার ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 
বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দীঘা থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। ভারতীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘‘নিম্নচাপ উত্তর-পশ্চিম অভিমুখে সরতে থাকবে। এরপর উত্তর-উত্তর পশ্চিম অভিমুখ নেবে। বৃহস্পতিবার সকালে অন্ধ্র প্রদেশের উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফের বাঁক নিয়ে ১৭ নভেম্বর ওড়িশা উপকুলে পৌঁছাবে। ১৮ নভেম্বর সকালে ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূল কাছে থাকবে।’’
বুধবার ওডিশার উপকূল এলাকায় আকাশে মেঘ থেকেছে। কয়েকটি জেলায় বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরী, কেন্দাপাড়া, কটক, জগৎসিংপুর, ভদ্রক এবং বালেশ্বরে। 

Comments :0

Login to leave a comment