বইকথা — নতুনপাতা
কিশোর কিশোরীর জন্য সেরা সম্ভার
প্রদোষকুমার বাগচী
এবার তোমাদের জন্য একটি অন্যরকম বইয়ের কথা বলব। এই বইটি গণশক্তি পত্রিকার শারদ সংখ্যার
নির্বাচিত সংকলন। এই পত্রিকায় ছোটদের জন্যেও স্থান পেয়েছে নানা মজাদার শিক্ষনীয় ও আনন্দবর্ধক
লেখা। ১৯৯১ সাল থেকে গণশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হচ্ছে। ১৯৯৭ সাল থেকে শারদসংখ্যায়
যুক্ত হয়েছে ‘ছোটদের পাতা’ অংশ। শিশু ও কিশোর সাহিত্যের বহু বিশিষ্ট লেখক এতে লিখেছেন। ২০০৬ সাল
পর্যন্ত প্রকাশিত ‘ছোটদের পাতা’ থেকে বাছাই করে বইটি সংকলিত হয়েছে।
সংকলনটিতে রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও ইন্দিরা দেবী চৌধুরানীর তিনটে ছড়া-
কবিতা। এই তিনটে ছড়া-কবিতাই রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানীর
‘আমার খাতা’ নামে একটা বাঁধানো পাণ্ডুলিপি থেকে নেওয়া। সেটি আছে শান্তিনিকেতনে। সেখানে অনেক লেখা
আছে। সেখান থেকে ঐ তিনটি লেখা তোমাদের জন্য ছেপে দেওয়া হয়েছে। তোমরা দেখলে আনন্দ পাবে তো
নিশ্চয়ই বড়দেরও ভালো লাগবে। বইটিতে লিখেছেন আশাপূর্ণা দেবী থেকে শুরু করে অন্নদাশঙ্কর রায়,
অবনীন্দ্রনাথ ঠাকুর, অসীমকুমার রায় মৃদুল দাশগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত,
সুনি্র্মল বসু সহ বহু বিশিষ্ট শিশু ও কিশোর সাহিত্যিক। লিখেছেন মন্দাক্রান্তা সেন, নীলাঞ্জন
বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীদের মতো স্বনামধন্য মানুষ। ছড়া-কবিতা ছাড়াও আছে গল্প, আছে
বিশেষ রচনা ও নাটক। রয়েছে কার্টুনও। বাংলায় হাস্যরসাত্মক সাহিত্য অনেক আছে। তার মধ্যে একজন
লেখক আছেন খুব নামকরা, রাজশেখর বসু। তোমরা শুনে থাকবে হয়তো তাঁর কথা। তাঁর ছদ্মনামটিও খুবই
পরিচিত ‘পরশুরাম’। তাঁর লেখা একটা সেরা গল্পের নাম ছিল ‘ভুশণ্ডির মাঠ’। সেই গল্পটা পড়ে খুশি হয়েছিলেন
অবনীন্দ্রনাথ ঠাকুর। পরে তিনি সেই গল্পটিকে ভিত্তি করে একটি যাত্রাপালা লিখতে শুরু করলেও শেষ করতে
পারেননি। ওই যাত্রাপালার নাম ছিল ‘ভুশণ্ডির মাঠ যাত্রা’। তাতে একটা গান ছিল। সেই অপ্রকাশিত গানটি
তোমাদের জন্য এই সংকলনে ছেপে দেওয়া হয়েছে। পাঁচালি পড়ার ঢঙ্গে যদি তোমরা তা পড় বেশ খানিকটা জোরে
জোরে, তাহলে তোমরা খুব মজা পাবে। এবার তাহলে সংকলনটি হাতে তুলে নাও। পাতায় পাতায় সুন্দর ছবি।
তোমাদের সকলেরই ভালো লাগবে। প্রচ্ছদটিও নজর কাড়া।
বইটির নাম ‘ছোটদের পাতা : গণশক্তি শারদ সংখ্যার নির্বাচিত সংকলন।’ প্রকাশক ‘ন্যাশনাল বুক এজেন্সি’।
ছাপা হয়েছে অক্টোবর ২০০৭ সালে। দাম ১৪০ টাকা।
Comments :0