কবিতা
মুক্তধারা
শপথ করেনি প্রত্যাহার
বিদ্যুৎ রাজগুরু
২০ আগস্ট ২০২৫ / বর্ষ ৩শপথ করেনি প্রত্যাহার
পশুরাও ভীষণ আদর করে
আঁচড় কেটে
সবটুকু ভালোলাগা নাকি আজকাল
লেপটে থাকে শকুনের তীক্ষ্ণ ঠোঁটে?
বীভৎস শান্তির রাজ্যপাট তোমার দখলে
তবুও আগুন জ্বলে নাভিমূলে।
নিরীহ পাখির পালকে রক্তের দাগ
তোমার থুতুতে ভাইরাস।
মানিয়ে নেয় কখনও কেউ
খানিকটা সময়
তবুও আত্মসমর্পণ নয়
সময় প্রতীক্ষার
শপথ কিন্তু কেউ করেনি
প্রত্যাহার।
Comments :0