DURAND CUP 2025

দুই দলের অভিজ্ঞতার পার্থক্যই চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছে নর্থইস্ট

খেলা

যুবভারতীতে ডুরান্ড কাপ ফাইনালের জমজমাট প্রথমার্ধের শেষে এগিয়ে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। খেলার ফল ২-০ । শনিবার ফাইনালের আগেও উদ্বোধনী অনুষ্ঠানের মতই ডুরান্ড ফাইনালেও আগেও সমাপ্তি অনুষ্ঠানও বেশ জমকালোই হয়। 

মাঠে কর্তাজার, রবিলাল মান্ডি ও রুয়াটলিমাকে দিয়ে ৩ ডিফেন্স শুরু করেছিলেন ডায়মন্ডের কিবু ভিকুনা। মিডফিল্ডে পল ও লিয়ানসাঙ্গা ছিলেন। স্ট্রাইকারে স্যামুয়েল , গিরিক ও লুকা মাজেন ছিলেন। অর্থাৎ গত ম্যাচের থেকে প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন করা হয়নি। 

অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড দলও ছিল প্রায় অপরিবর্তিত। জাবাকো , আশিরদের রক্ষণের সঙ্গে মিডফিল্ডে গাইতান, থৈ সিংরা রয়েছেন। পার্থিব, আলাদিনদের কাছে দায়িত্ব ছিল আক্রমণের। দুই দলই নিজেদের একাদশে সেরকম কোনো পরিবর্তন করেননি। ম্যাচের মধ্যে যা ভাবা গেছিল। তাই-ই হল প্রথমার্ধে। প্রথম দিকে দুই দলই একটু মন্থর গতিতে একে অপরকে দেখে নিয়ে আক্রমণ শুরু করেছিল। কিবু ভিকুনার দল মূলত একটু বল নিজেদের দখলে রেখেই খেলার চেষ্টা করছিল। জবি ও লুকা দুই উইং থেকেই আক্রমণ শানাচ্ছিল। প্রতি আক্রমণে খেলছিল নর্থইস্ট। ১৭-২০ মিনিটের মাথায় একটি কর্নার থেকে এবং দ্বিমুখী আক্রমণ থেকে গোলের সুযোগ হারান লুকা মাজেন। আইএসএলের দল নর্থইস্টের বিরুদ্ধে ডায়মন্ড দল যথেষ্ট প্রাধান্য নিয়েই খেলছিল। তাদের লক্ষ্যই ছিল বলের দখল নিজেদের কাছে রেখে খেলে যাওয়া । সেই লক্ষ্যেই অবিচল থেকে নিজেদের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছিলেন লুকা , জবি জাস্টিনরা । খুবই কোণঠাসা লাগছিল পেদ্রো বার্নালির নর্থইস্টকে। মাঝামাঠে ব্লকিংয়ের অভাব ছিল স্পষ্ট। গাইতান মায়াদের যথেষ্টই বেগ পেতে হচ্ছিল পল, লিয়ানসঙ্গাদের রুখতে । গুটিকয়েক নর্থইস্ট আক্রমনগুলিকে ঠান্ডা মাথায় রুখে দিচ্ছিলেন রবিলাল, রুয়েটকিমারা।

ম্যাচের ৩ মিনিটের মধ্যেই আলাদিনের দূরপাল্লার শট ঠিকমতো ধরতে না পারায় ডায়মন্ডের গোলরক্ষক মিরশাদের বুকে লেগে প্রতিহত হয়। ফিরতি বলেও পার্থিবের হেড সেভ করে দেন মিরশাদ। ম্যাচের মধ্যে যা ভাবা গেছিল। তাইই হল প্রথমার্ধে। প্রথম দিকে দুই দলই একটু মন্থর গতিতে একে অপরকে দেখে নিয়ে আক্রমণ শুরু করেছিল। কিবু ভিকুনার দল মূলত একটু বল নিজেদের দখলে রেখেই খেলার চেষ্টা করছিল। জবি ও লুকা দুই উইং থেকেই আক্রমণ শামাচ্ছিল । প্রতি আক্রমণে খেলছিল নর্থইস্ট। ১৭-২০ মিনিটের মাথায় একটি কর্নার থেকে এবং দ্বিমুখী আক্রমণ থেকে গোলের সুযোগ হারান লুকা মাজেন। আইএসএলের দল নর্থইস্টের বিরুদ্ধে ডায়মন্ড দল যথেষ্ট প্রাধান্য নিয়েই খেলছিল। তাদের লক্ষ্যই ছিল বলের দখল নিজেদের কাছে রেখে খেলে যাওয়া। সেই লক্ষ্যেই অবিচল থেকে নিজেদের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছিলেন লুকা , জবি জাস্টিনরা । খুবই কোণঠাসা লাগছিল পেদ্রো বার্নালির নর্থইস্টকে। মাঝামাঠে ব্লকিংয়ের অভাব ছিল স্পষ্ট। গাইতান মায়াদের যথেষ্টই বেগ পেতে হচ্ছিল পল, লিয়ানসঙ্গাদের। বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণে প্রথমার্ধেই প্রায় গোলের মুখ খুলেই ফেলেছিলেন জবি জাস্টিন।  প্রতি আক্রমণে যে কয়েকটি আক্রমণ করছিল তাতে বেশ ঝাঁঝ ছিল। ২৯ মিনিটের মাথায় আইএসএল ও আইলিগের দলের মধ্যে পার্থক্য বোঝালো নর্থইস্ট। বিক্সের মধ্যেই আলাদিনের শট মিরশাদ ঠিকমত রুখতে না পারায় সেই বল পেয়ে যান আশির। বল ঠেলে দেন জালে। এগিয়ে যায় নর্থইস্ট। একেবারে ম্যাচের গতিপ্রকৃতির বিরুদ্ধে গিয়েই গোল করে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। গোলটি হওয়ার পরই ভিন্ন চিত্র দেখা যায় দুই দলের মধ্যে। উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করে নর্থইস্ট এবং অন্যদিকে বলের দখল ক্রমশই হারাতে থাকে ডায়মন্ড। ৩৯ মিনিটের মাথায় ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারত নর্থইস্ট। গোল মিসের মহরা চলল বাকি সময় জুড়ে ম্যানুয়েল গোলের সামনে থেকে সহজ সুযোগ মিস করেন। ম্যাচ থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ডায়মন্ড হারবার । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন পার্থিব গোগোই। ২ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নর্থইস্ট।

Comments :0

Login to leave a comment