BLA Workshop CPI(M)

ভোটার তালিকা: বুথস্তরের এজেন্টদের নিয়ে কর্মশালা সিপিআই(এম)’র

জেলা

বুথ এজেন্টদের কর্মশালা জলপাইগুড়িতে সিপিআই(এম) কার্যালয়ে। বলছেন পীযুষ মিশ্র।

বুথ এজেন্টদের নিয়ে কর্মশালা করল সিপিআই(এম)। জলপাইগুড়ির সদর পূর্ব এরিয়া কমিটির ডাকে শনিবার সন্ধ্যায় জেলা সিপিআই(এম) কার্যালয় সুবোধ সেন ভবনে হয় এই কর্মশালা। 
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সূত্র সম্প্রতি জানিয়েছে যে রাজ্যে ১২০০’র বেশি ভোটার থাকলে বুথ ভাঙা হবে। নতুন প্রায় ১৪ হাজার বুথ সেক্ষেত্রে বাড়বে। অথচ বহু ভুয়ো নাম রয়েছে তালিকায়। সিপিআই(এম) বারবারই বলেছে যে ভোটার তালিকায় বহু নাম রয়েছে যাঁরা মৃত। এলাকায় বহুদিন ধরে নেই, কেউ চেনেন না এমন নামও রয়েছে। এই নাম আগে বাদ না দিয়েই বুথ ভাঙতে চাইছে কমিশন। ভোটার তালিকার নিয়মিত সংশোধনেই একাজ করা যায়, বিশেষ সংশোধনের দরকারও হয় না। বারবার এমন নামের তালিকা দেওয়া সত্ত্বেও তা করছে না কমিশন।  
ভোটার তালিকা সংশোধন, সংযোজন, বিয়োজনের কাজ সম্পর্কে মতবিনিময় হয়। 
সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সহ বক্তারা নির্বাচন কমিশনের নির্দেশিকা ব্যাখ্যা করেন। 
নতুন ভোটারের নাম তোলা থেকে শুরু করে মৃত ও দীর্ঘ সময় অনুপস্থিত ভোটারদের চিহ্নিত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যও জানানো হয়েছে। 
উল্লেখ্য, তৃণমূল সর্বদা ভোটার তালিকায় অনৈতিকভাবে নাম তোলা এবং বাদ দেওয়ার চেষ্টা চালিয়েছে। বক্তারা বলেন, এই প্রয়াস প্রতিরোধ করতে হবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আবার পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে বাইরে রয়েছেন যাঁদের পরিবারের অন্য সদস্যরা  বুথেই বসবাস করছেন, তাঁদের নাম যাতে বাদ না যায় তার ওপর সতর্ক নজর রাখার পরিকল্পনা করা হয়েছে।  
কর্মশালায় সিপিআই(এম)’র সদর পূর্ব এরিয়া কমিটির ৯০ টি বুথের এজেন্ট, শাখা সম্পাদক ও এরিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বুথ এজেন্টরা কাজের সমস্যাও তুলে ধরেন। 
পীযূষ মিশ্র বলেন, ২০২৩ সাল থেকে জেলা পার্টির তরফে বারংবার জেলা জুড়ে বিভিন্ন বুথের মৃত ও অশনাক্ত ভোটার বাদ দেওয়ার কথা বলা হলেও দীর্ঘ সময় ধরে তা করা হয়নি। অথচ নির্বাচন কমিশন সম্প্রতি ১২০০ ভোটার পিছু বুথ ভাগ করেছে। সেই সমস্ত বুথের বেশ কিছু মৃত ও অশনাক্ত ভোটারের নাম এখনও রয়েই গেছে। অবিলম্বে সেই সমস্ত ভোটারদের নাম বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে জেলা নির্বাচনী প্রশাসনকে। তার ভিত্তিতে বুথের সংখ্যা ঠিক করতে হবে।
মিশ্র বলেন, নাম তোলা ও বাদ দেওয়ার সময় নির্বাচনী বিধি না মেনে শাসক দলের নির্দেশে প্রশাসন কাজ করে চলেছে। প্রতিটি ঘটনায়  পার্টির জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

Comments :0

Login to leave a comment