বুধবার জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান । ওমান হকি স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮ : ৩০ টায় । ক্রীড়াজগতে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দীতার কাহিনী কারোরই অজানা নয় । ক্রিকেট থেকে শুরু করে ফুটবল , হকির মতো খেলাগুলিতেও লেগে আছে এই চিরপ্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া । বুধবারের ফাইনালে নামার আগে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের হয়েই । এখনো পর্যন্ত হকিতে মোট ১৮১ বার মুখোমুখি হয়েছে দুই দেশ ,যার মধ্যে পাল্লা ভারী পাকিস্তানের । তারা জিতেছে ৮২ বার , ভারতের জয়ের সংখ্যা ৬৭ ।কিন্তু ২০১০-র পর থেকেই বদলাতে শুরু করেছে চিত্রটা । ২০১০ -র পর থেকে এখনো পর্যন্ত মোট ৪১ বারের সাক্ষাতে এগিয়ে রয়েছে অবশ্য ভারত , তারা জিতেছে ২৪ বার । পাকিস্তানের জয়ের সংখ্যা মাত্র ৮ টি । ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকের ফাইনালে প্রথমবার এই দুই দল মুখোমুখি হয়েছিল । সেই খেলায় ১-০ গোলে জয় তুলে নিয়েছিল ভারত । ১৯৭০ এর পর থেকেই নিম্নগামী হতে শুরু করেছিল ভারতীয় হকি । সেইসময় সর্বত্রই বিরাজ করতো পাকিস্তান । পাকিস্তানের এই জয়ের ধারা বজায় ছিল প্রায় ৯০ দশক অব্দি । ২০০০ সাল থেকেও পাকিস্তানের জয়ের সংখ্যা বেশি হলেও বেশ কয়েকটি ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছিল ভারত । ২০১০ র পর থেকেই উর্দ্ধগামী হতে শুরু করে ভারতের পারফরম্যান্স । ২০১৬ তে শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান । গত বছর হাংজু এশিয়ান কাপের ম্যাচে পাকিস্তানকে ১০ -২ গোলের ব্যবধানে হারায় ভারত , যা এখনো পর্যন্ত এই দোলের লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয় । বুধবারের ম্যাচে নামার আগে সেমিতে জাপানকে ৪-২ গোলে হারায় পাকিস্তান ও মালায়েশিয়াকে ভারত হারায় ৩ -১ গোলে । বুধবারের হাইভোল্টেজ এই ফাইনালে নিজেদের হয়ে তাই পরিসংখ্যান আরো বাড়িয়ে নিতে চায় দিলরাজ , রোহিতরা ।
Comments :0