junior hockey asia cup

জুনিয়র হকি এশিয়া কাপে ওয়াঘার লড়াই

খেলা

india  pakistan the two rivals will face each other in junior hockey asia cup

 

বুধবার জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান । ওমান হকি স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮ : ৩০ টায় । ক্রীড়াজগতে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দীতার কাহিনী কারোরই অজানা নয় । ক্রিকেট থেকে শুরু করে ফুটবল , হকির মতো খেলাগুলিতেও লেগে আছে এই চিরপ্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া । বুধবারের ফাইনালে নামার আগে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের হয়েই । এখনো পর্যন্ত হকিতে মোট ১৮১ বার মুখোমুখি হয়েছে দুই দেশ ,যার মধ্যে পাল্লা ভারী পাকিস্তানের । তারা জিতেছে ৮২ বার , ভারতের জয়ের সংখ্যা  ৬৭ ।কিন্তু ২০১০-র পর থেকেই বদলাতে শুরু করেছে চিত্রটা । ২০১০ -র পর থেকে এখনো পর্যন্ত মোট ৪১ বারের সাক্ষাতে এগিয়ে রয়েছে অবশ্য ভারত , তারা জিতেছে ২৪ বার । পাকিস্তানের জয়ের সংখ্যা মাত্র ৮ টি । ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকের ফাইনালে প্রথমবার এই দুই দল মুখোমুখি হয়েছিল । সেই খেলায় ১-০ গোলে জয় তুলে নিয়েছিল ভারত । ১৯৭০ এর পর থেকেই নিম্নগামী হতে শুরু করেছিল ভারতীয় হকি । সেইসময় সর্বত্রই বিরাজ করতো পাকিস্তান । পাকিস্তানের এই জয়ের ধারা বজায় ছিল প্রায় ৯০ দশক অব্দি । ২০০০ সাল  থেকেও পাকিস্তানের জয়ের সংখ্যা বেশি হলেও বেশ কয়েকটি ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছিল ভারত । ২০১০ র পর থেকেই উর্দ্ধগামী হতে শুরু করে ভারতের পারফরম্যান্স । ২০১৬ তে শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান । গত বছর হাংজু এশিয়ান কাপের ম্যাচে পাকিস্তানকে ১০ -২ গোলের ব্যবধানে হারায় ভারত , যা এখনো পর্যন্ত এই দোলের লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয় । বুধবারের ম্যাচে নামার আগে সেমিতে জাপানকে ৪-২ গোলে হারায় পাকিস্তান ও মালায়েশিয়াকে ভারত হারায় ৩ -১ গোলে । বুধবারের হাইভোল্টেজ এই ফাইনালে নিজেদের হয়ে তাই পরিসংখ্যান আরো বাড়িয়ে নিতে চায় দিলরাজ , রোহিতরা ।

Comments :0

Login to leave a comment