অনির্বাণ দে, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে ইডির হানা । বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও বড়ঞারই এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ইডি তল্লাশি চলছে সোমবার সকাল থেকেই ।
প্রাথমিক অনুমান নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তেই ইডির হানা মুর্শিদাবাদের বড়ঞায়।
রাজেশ ঘোষ নামের এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে সকালে ইডির আধিকারিকদের একটি টিম এসে পৌঁছায়।
অন্যদিকে ইডির আরেকটি দল হানা দেয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে । সকাল থেকেই বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
এদিন ফের জেরার মুখে মোবাইল ফোন ফেলে দেওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহার। ইডির জেরার মুখে ফের দুটি মোবাইল ফোন পাঁচিল টপকিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় ফোন। বিধায়ককে নিয়ে গিয়ে ফোন উদ্ধার করেন ইডি আধিকারিকরা।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে।
২০২৩ সালের ১৪ এপ্রিল বড়ঞার আন্দি গ্রামে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে শুরু হয় সিবিআই-এর তল্লাশি। মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ১৭ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
বন্দি ছিলেন প্রেসিডেন্সি জেলে। ২০২৪ এর ১৪ মে জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করেছিল কোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ছিলেন তৃণমূল বিধায়ক। সোমবার বিধায়ক ও আরেক ব্যক্তির বাড়িতে শুরু ইডির তল্লাশি।
Comments :0