রাজ্যের কাজ নেই তাই কাজের খোঁজে পরিবার নিয়ে উত্তরপ্রদেশে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পরিযায়ী শ্রমিক। পথ দুর্ঘটনায় মৃত হয়েছে ফরিদা বিবি (৩০) এবং তার বড় ছেলে জাহানসিম সাহা (১২)। এছাড়া জাহাঙ্গীর শাহ সহ শিশু পুত্র যার বয়স সাত বছর এবং ভাগ্নি ১৫ বছরের সারিদা খাতুন গুরুতর আহত অবস্থায় উত্তরপ্রদেশের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথির দেশপ্রাণ ব্লকের চলতি গ্রাম পঞ্চায়েতের খাগড়াবনি গ্রামের জাহাঙ্গীর সাহ পরিবারের পাঁচ সদস্য রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে তার একটি আত্মীয়ের বাড়ি ছিল। গত শনিবার দুপুরে ট্রেন থেকে নেমে অটো-রিকশায় করে আত্মীয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা।
পুলিশ সূত্রে জানিয়েছে, একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোর মধ্যে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই মা এবং ছেলের মৃত্যু হয়। আহত তিনজন পরিবারের সদস্য বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পরিবারের আত্মীয়রা জানান, ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তারা কাঁথি থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন।
Comments :0