বইকথা — নতুনপাতা, বর্ষ ৩
বাংলা ছোটগল্প কথা : একটি পাঠ
রিয়া চক্রবর্তী
সমাজের প্রতিবিম্ব বুকে নিয়ে গল্পের জন্ম হয়। ইতিহাসের সমান্তরালে সাধারণ মানুষের এক উপকথা গড়ে ওঠে গল্পের মধ্যে। ‘বাংলা ছোটগল্প কথা’ বইটিতে এক বিস্তৃত সময়ের আখ্যানকে তুলে ধরা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকের দৃষ্টিভঙ্গি পাল্টে পাল্টে যায়। পুরোনো কাঠামোয় নতুন অবয়ব এসে বাসা বাঁধে। এই বইতে যেমন আছে পরশুরাম, শরৎচন্দ্র প্রমুখ লেখকের কাহিনী নিয়ে আলোচনা, তেমনই আছে নবারুণ ভট্টাচার্য, অতীন বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়েও আলোচনা। আছে ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সন্তোষকুমার ঘোষ, কমলকুমার মজুমদার, সলিল চৌধুরী, সাদাত হাসান মান্টোর মত লেখকদের বিখ্যাত কিছু গল্প নিয়ে আলোচনা। আর প্রতিটি লেখায় ফুটে উঠেছে স্বকীয় যুক্তি ও দৃষ্টিভঙ্গির প্রয়োগ। একালে দাঁড়িয়ে আজকের প্রাবন্ধিকেরা কী ভাবছেন তার একটা রূপরেখা তৈরি হয়েছে এই বইতে। সম্পাদক ড. মোহিনীমোহন সরদার এবং ড. শেখ কামাল উদ্দীন সযত্ন প্রয়াসে সম্পাদনার কাজটি করেছেন। বইটির শুরুতেই ‘কথামুখ’ শিরোনামে লেখা ড. মোহিনীমোহন সরদারের আলোচনাটি একটি পরম প্রাপ্তি হয়ে থেকে যাবে পাঠকের কাছে। প্রতিটি প্রবন্ধের সঙ্গে থাকা প্রসঙ্গ নির্দেশ, গ্রন্থসূচি, তথ্যপঞ্জি পাঠককে ঋদ্ধ করে। একটি সুসংহত গবেষণার ফসল এই বইটি। একালের ভাবনাকে এক একটি গল্পের আবেদনের মধ্য থেকে তুলে ধরবার জন্য এই দুই মলাট এক বিস্তৃত পরিসর সৃষ্টি করেছে। আসলে এই বইটি হলো ভাবনার সঙ্গে ভাবনার কথোপকথন, লেখকের সঙ্গে পাঠকের অনুভবী এক আলাপের পরিসর। এমন প্রয়াসগুলি বাংলা সাহিত্যক্ষেত্রকে সমৃদ্ধ করে।
বাংলা ছোটগল্প কথা
প্রকাশক : গেটওয়ে পাবলিশিং হাউস
প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০২১
Comments :0