বিড়ি ‘কন্ট্রাক্টর’-দের গাড়ির চাবি আটকে রাখলেন শ্রমিকরা। তাঁদের ক্ষোভ, এই ঠিকাদারদের জন্যই কম মজুরি মিলছে তাঁদের।
সোমবার সিআইটিইউ’র মালদহ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের ডাকে হয় এমন বিক্ষোভ।
শ্রমিকরা বলেছেন, কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর অঞ্চলের মজুরি চুক্তি অনুযায়ী হাজার বিড়ি পিছু ২০২ টাকা মজুরি হওয়ার কথা। বিড়ি কারখানার মালিকদের সাথে হাজারে ২০২ টাকা দেওয়ার চুক্তিই হয়েছে। কিন্তু এই ঠিকাদাররা হাজারে তার চেয়ে কম দিচ্ছে। কেউ দিচ্ছে ১৯০ টাকা, কেউ ১৯৩ বা ১৯৪ টাকা মজুরি।
এই কাজে যুক্ত কন্ট্রাক্টরদের গাড়ির চাবি আটকিয়ে বিক্ষোভ দেখানো হয়।
এম এল এ মোড়ে এই বিক্ষোভে নেতৃত্ব চিরঞ্জিত মন্ডল, রেজাউল করিম তামিজুদ্দিন আহমেদ প্রমুখ নেতৃত্ব বলে চুক্তি অনুযায়ী মজুরি না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
মজুরির পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার দাবিও জানান শ্রমিকরা।
BIDI WORKER KALIACHAK
কালিয়াচকে ঠিকাদারদের গাড়ির চাবি আটকে বিক্ষোভ বিড়ি শ্রমিকদের
×
Comments :0