Body Recovered

নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার

জেলা

অন্যান্যদের সাথে নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরীর দেহ মিললো মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ। উদ্ধারের পর দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় পূর্বস্থলী ব্লক হাসপাতালে। মৃত ঘোষণার পর ওই কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় পূর্বস্থলী থানা নিজেদের হেফাজতে নেয়। উল্লেখ্য পূর্বস্থলীর মুক্সিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সাতপোতা গ্রামে সোমবার সকালে  খড়ি নদীতে অন্যান্যের সঙ্গে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় সুনিতা মন্ডল ও অনিন্দিতা পাল নামের দুই স্থানীয় কিশোরী। বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে। ঘটনা ঘটে যাওয়ার ৪০ মিনিট পর সুনিতা মন্ডল নামের কিশোরীর নিথর দেহের মেলে। কিন্তু সোমবার রাত  পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ অনিন্দিতা পালের সন্ধান মিলেনি। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে মৎস্যজীবীদের পাতা জালে অনিন্দিতা পালের দেহ জড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে যায়।

Comments :0

Login to leave a comment