Malay Ghatak ED

ফের তলব মলয় ঘটককে

রাজ্য

কয়লা পাচার কান্ডে আগামী ২৬ জুন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকে ফের তলব করলো ইডি। ওইদিন তাকে দিল্লিতে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ জুন তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। 


দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে ইডি’র পক্ষ থেকে মলয় ঘটকের কাছে সময় চাওয়া হলে তিনি মেইল করে জানান যে ১৯ জুন তিনি হাজিরা দিতে পারবেন। মন্ত্রীর কথা অনুযায়ী ওই দিন তাকে দিল্লির ইডি দপ্তরে তলব করা হয়। কিন্তু তিনি যাননি।
এর আগে একাধিকবার মলয় ঘটকে তলব করা হলে তিনি এড়িয়ে যান। হাজিরা দেননি। এর আগে মলয় ঘটকের বাড়ি এই মামলার তদন্তের জন্য তল্লাসি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।


গত বছর ৭ সেপ্টেম্বর অপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আসানসোল ও কলকাতায় মলয় ঘটকের সাতটি ঠিকানায় তল্লাশি চালায়।আসানসোলের তিনটি বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র, নথি, ব্যাঙ্কের লেনদেনের কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। মন্ত্রীর তিনটি স্মার্টফোনও বাজেয়াপ্ত করেছিলেন সিবিআই আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment