Book Review — PRADOSH KUMAR BAGCHI / MUKTADHARA - 20 October

বই — সংস্কৃতির মালিকানা কারও একচেটিয়া নয় / মুক্তধারা

সাহিত্যের পাতা

Book Review  PRADOSH KUMAR BAGCHI  MUKTADHARA - 20 October

বই  / মুক্তধারা

সংস্কৃতির মালিকানা কারও একচেটিয়া নয়

প্রদোষকুমার বাগচী


কেউ কি কখনও সত্যি সত্যিই কোনও সংস্কৃতির মালিক হতে পারে? একজনকে
ভাবিয়ে তোলার পক্ষে এই জিজ্ঞাসাই যথেষ্ট। সে তখন ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে
ক্রমশ উপনীত হতে থাকে এমন এক অবস্থানবিন্দুতে যেখান থেকে সে অনুভব করে
নিতে পারে যে বিশ্ব সভ্যতার গল্পকথা, আরও সুনির্দিষ্ট করে বললে শিল্প সংস্কৃতি
কথকথা একান্তই বিশুদ্ধ কিছু বিষয় নয়, নানাভাবে ভাগ করে নেওয়া এবং ধার দেওয়া
নেওয়ার ধারণার মধ্যেই সৃষ্টিশীল ও সক্রিয়। মিশ্রিত ভাবধারার সমন্বয়ে এবংসমাজের নানা অংশের পর্যবেক্ষণে ও উপলব্ধির মধ্য দিয়েই গড়ে ওঠে এক একটা
সংস্কৃতি। এবং সেই সংস্কৃতি তা বিশ্বের যে কোনও অংশেরই হোক না কেন, বহুত্ববাদী
ও মুক্তচেতনার পরিচায়ক। একদিনের কোনও ব্যাপার নয়, মহাদেশগুলির নিজেদের
সম্পর্কের আদান প্রদানের ফলে শিল্পের রূপ ও অবয়বের চিরায়ত স্তরে উত্তরণ
ঘটতেও শতাব্দীকাল সময় নিয়েছে।

 নেফারতিতির হারিয়ে যাওয়া শহর এবং ইসলামী
স্বর্ণযুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর নাইজেরিয়ান থিয়েটার এবং আধুনিকতাবাদী
কবিতার মধ্যে জীবন্ত হয়ে রয়েছে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের মধ্যে যোগাযোগ
ও ভাবের আদান-প্রদান, যা এক একটি যুগে শৈল্পিক উদ্ভাবনের চালিকা শক্তি হিসাবে
উদ্ভাসিত। ধ্রুপদী গ্রিস, অশোকের ভারত, তাং রাজবংশের চীন এবং অন্যান্য অনেক
যুগই তার পরিচয়বাহী।
Culture : a new world history
Martin Puchner. Bonnier Books. 4th Floor, Victoria House , London. Rs. 476/-

Comments :0

Login to leave a comment