Md SALIM RAMNABAMI

মুর্শিদাবাদে উত্তেজনায় দায়ী তৃণমূল, বিজেপি দু’দলই: সেলিম

রাজ্য জেলা

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিচ্ছেন মহম্মদ সেলিম। রয়েছেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, বদরুদ্দোজা খান প্রমুখ।

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোয় তৃণমূল এবং বিজেপি দু’দলই দায়ী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, পুলিশকে দিয়ে রামনবমীর শুভেচ্ছা পাঠাচ্ছেন আর রামনবমীর গণ্ডগোল ঠেকাতে পারছেন না!
মমতা ব্যানার্জি বলেছেন, রামনবমীর আগের দিন ডিআইজি-কে সরিয়ে দেওয়া হলো। বিজেপি-কে নাটক করতে দেওয়া হলো। রেজিনগরের শক্তিপুরে অশান্তির ঘটনাকে পরিকল্পিতও বলেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে বদলির নির্দেশ দিয়েছে। ঘটনার দায় কমিশনের ওপর চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


বৃহস্পতিবার মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যম বিষয়টিতে প্রশ্ন করে সেলিমকে। তিনি বলেন, ‘‘গত বছর যখন রিষড়া এবং হাওড়ায় অস্ত্র মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো মমতা ব্যানার্জি রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন পুলিশ ইচ্ছে করে কিছু সময় দিয়েছিল একটু গণ্ডগোল করার জন্য। গত চার পাঁচদিন ধরে বেলডাঙায়, শক্তিপুরে এরকম ঘটনা ঘটছিল। অভিযোগ আসছিল, কিছু ঘটনাও ঘটে। দুই সম্প্রদায়ের মধ্যে বিজেপি এবং তৃণমূল যেভাবে উসকানি এবং হাঙ্গামা তৈরির রসদ দিচ্ছিল সেখানে মুখ্যমন্ত্রী কী করছিলেন, প্রশাসন কী করছিল?’’
সেলিম বলেন, ‘‘চারটি থানায় ১৪৪ ধারা জারি করতে হলো। উনি সব দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেবেন? এমন এসপি, এমন আইসি, এমন নেতা কেন রেখেছেন যারা পরিস্থিতির মোকাবিলা করতে পারে না।’’ 
সেলিম বলেন, ‘‘নরেন্দ্র মোদী চাইছেন সারা দেশে উত্তেজনা, একটা ভাবাবেগ তৈরি করে তার ভিত্তিতে ভোট করতে। মমতা ব্যানর্জিও তাই চাইছেন। উনি নিজে নির্দেশ দিয়েছিলেন সর্বত্র রামনবমী পালন করতে হবে। পুলিশকে দিয়ে রামনবমীর শুভেচ্ছা পাঠাচ্ছেন, পুলিশকে দিয়ে রামনবমীর গণ্ডগোল ঠেকাতে পারছেন না?’’
সেলিম বলেন, ‘‘রামবমীকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে। ভোটের আগে আরও বেশি করে হচ্ছে। তৃণমূল বিজেপি দু’দল মিলেই করছে। মমতা ব্যানার্জি আরএসএস’র কাছে দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যাতে পশ্চিমবঙ্গকে তাদের মৃগয়াক্ষেত্র করা যায়। কিন্তু আমরা বামপন্থীরা এবং কংগ্রেস এককাট্টা হয়েছি। এখানে রুটি-রুজির লড়াই হবে, ভাতের লড়াই হবে। এসন করলে কেউ পার পাবে না। কোনও উত্তেজনা ছড়াতে দেওয়া হবে না। কোনও গুজবে মানুষ বিশ্বাস করবেন না।’’

Comments :0

Login to leave a comment