Deputation Dattapukur

১৩ দফা দাবিতে দত্তপুকুর থানায় ডেপুটেশন

জেলা

Deputation Dattapukur ছবি- শনিবার বড়দীঘা থেকে দত্তপুকুর থানার উদ্দেশ্যে সিপিআই(এম)’র মিছিল। ছবি- সৌদীপ দাস।


কদম্বগাছির শিশু কন্যা কুসুম হত্যার এখনও কোন কিনারা হয়নি। কদম্বগাছির তৃণমূলের উপপ্রধান সুনীল মন্ডলের ছেলে একাধিক জুয়ার ঠেক চালায় পুলিশ নীরব সাক্ষী, কোটরা অঞ্চলের উপপ্রধান ওহিদ মোল্লা ও দাপটে তৃণমূল নেতা ইসা সর্দার নেতৃত্বে কৃষি জমির মাটি অবৈধ ভাবে রাতের অন্ধাকারে কয়েকশ ডাম্পার চলছে পুলিশী মদতে, দত্তপুকুর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট চলছে, সুটি নদী অবৈধভাবে ভরাট করে তৃণমূল নেতাদের মদতে বিক্রি হচ্ছে, অবৈধভাবে অনলাইন লোটো এবং বিভিন্ন জায়গায় জুয়ার ঠেক চলছে পুলিশী মদতে, দত্তপুকুর থানা অভ্যন্তরে বিভিন্ন জায়গায় হেরোইন ও গাজা চরস এবং ওষুধের দোকানে নিষিদ্ধ নেশার ট্যাবলেট রমরমিয়ে চলছে, ফলে যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে, পস্ক মামলায় অভিযুক্ত বরুন বিশ্বাস ফেরার বলে পুলিশ চার্জসিট দিলেও অভিযুক্ত বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এমনই ১৩ দফা দাবি নিয়ে শনিবার দত্তপুকুর থানায় ডেপুটেশন দেওয়া হয় সিপিআই(এম) বারাসত ১ নং ব্লক থেকে। হয়েছে প্রতিবাদ সভা। 


এদিনের সভার শুরুতে বড়দীঘা থেকে এক বিরাট মিছিল দত্তপুকুর থানায় সামনে সমবেত হয়। দত্তপুকুর থানার সামনে এক সভায় বক্তব্য রাখেন পার্টি নেত্রী আত্রেয়ী গুহ, পার্টি নেতা দেবব্রত বসু, পুলক কর, দিলীপ সাহা, বিশ্বজিৎ সাহা, মিহির চক্রবর্তী। এদিন সভা থেকে দত্তপুকুর থানায় ডেপুটেশন দেন শম্ভু দাশগুপ্ত, খায়রুল ইসলাম, সইদুল ইসলাম, শ্যামল চাটার্জি, মৃণাল মজুমদার, গৌড় দাশগুপ্ত, রেজাউল হক। 

Comments :0

Login to leave a comment