CPI(M) Protests

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ ও ডেপুটেশন

জেলা


অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়েছে। সিপিআই(এম) শিলিগুড়ি ৪নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার শিলিগুড়ি সংলগ্ন মিলনপল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে দুপুর দুটো থেকে এই কর্মসূচি শুরু হয়। বিদ্যুৎ দপ্তরের গেট অবরুদ্ধ করে দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ সভা চলে। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

কি কারণে এই অবস্থান কর্মসূচি তা ব্যাখ্যা করে অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ৪নম্বর এরিয়া কমিটির সম্পাদক তুফান ভট্টাচার্য। তিনি বলেন, তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং-এ জেরবার শহর বাসিন্দারা। এমনকি রাতের বেলাতেও লোডশেডিং হচ্ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি লাগাম ছাড়া বিদ্যুতের বিল আসতে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সরকারী চক্রান্তের কারণে আগামী দিনে আরো দ্রুত হারে বিদ্যুতের বিল বৃদ্ধি পাবে। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। অবিলম্বে রাজ্যে স্মার্ট মিটার বসানোর চক্রান্ত বন্ধ করা এবং বর্ধিত বিদ্যুতের বিল প্রত্যাহার করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা জয় চক্রবর্তী, সৌরভ সরকার, বাবলি খাতুন, সুরজিৎ রাহা, রত্না গোস্বামী, প্রসূন মজুমদার, আশীষ সেনগুপ্ত ও অভিজিৎ চন্দ। একই দাবিতে আগামী ২৪মে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি সেবক রোড পাওয়ার হাউজ অভিযান কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয় এদিনের কর্মসূচি থেকে।

এদিন বিক্ষোভ সভা চলাকালীন জয় চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দল ভেতরে গিয়ে বিদ্যুৎ দপ্তরের মিলনপল্লী সেক্টরের স্টেশন ম্যানেজারের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। বিদ্যুৎ রেগুলেটারি কমিটির অনুমোদন ছাড়া এবং রাজ্য সরকারের কোনরূপ বিজ্ঞপ্তি ছাড়াই অত্যন্ত সুচতুর ভাবে বিদ্যুৎ ইউনিটের পরিবর্তন হতে চলেছে। স্ল্যাবের কোনরূপ পরিবর্তন না করে পূর্বের ন্যায় স্ল্যাব চালু রেখে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিদ্যুৎ বিল চালু করতে হবে। সারা দেশের মধ্যে আমাদের রাজ্যের বিদ্যুতের মাশুল সবচাইতে বেশী। এরফলে রাজ্যের সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। অবিলম্বে এই অন্যায় পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন। এই সমস্ত দাবিগুলি স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে স্টেশন ম্যানেজার দাবি বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

Comments :0

Login to leave a comment