Doulatabad Cooperative

ভোট লুট রুখে দৌলতাবাদের সমবায়ে জয়ী বাম, কংগ্রেস প্রার্থীরা

জেলা

দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে জয়ের পর বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীরা।

অনির্বাণ দে

তৃণমূলের ভোট লুট রুখে জয় এল মুর্শিদাবাদে সমবায় নির্বাচনে। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ৪৩ টি আসনের মধ্যে ৩৯ টি আসনে জয়ী হয়েছেন সিপিআই(এম) এবং কংগ্রেসের প্রার্থীরা। 
সকাল থেকেই এই সমবায় সমিতিতে ভোট লুট করতে রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেস। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের নেতৃত্বেই চলে সন্ত্রাস। গ্রাম থেকে ভোটারদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়। বেলাগড়াতেই হামলা হয় সিপিআই(এম) এবং কংগ্রেসের শিবিরে। পুলিশের সামনেই চলে হামলা। তৃণমূল কর্মীদের হাতে নিগৃহীত হতে হয় পুলিশকেও। 
তবে হামলা রুখে দিয়েছেন গ্রামের মানুষ। দৌলতাবাদ হাইস্কুলে বুথ আগলে হয়েছে ভোট। এদিন গণনা শেষে দেখা যায় ৪৩ টি আসনের মধ্যে ৩৯ টি আসনেই জয়ী হয়েছে সিপিআই(এম) এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। মাত্র ৪ টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম)। সিপিআই(এম) দৌলতাবাদ এরিয়া কমিটির সদস্য জসিমুদ্দিন সরকার বলেছেন, সাধারণ মানুষ সমবায় রক্ষা করতে, গরিব মানুষের অধিকার রক্ষা করতেই তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। মানুষ নিজেদের অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়েছেন। মানুষ আজ সম্মিলিতভাবেই ভোট লুট রুখে দিয়েছে। জয়ী হয়েছে সিপিআই(এম) ও কংগ্রেস।

Comments :0

Login to leave a comment