Blood Donation

টেক্সম্যাকোয় রক্তদান শিবির ডিওয়াইএফআই’র

জেলা

টেক্সম্যাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটি আয়োজিত রক্তদান শিবির।

ডিওয়াইএফআই টেক্সম্যাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক প্রাক্তন কাউন্সিলর হেমন্ত রায়ের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছে। 
দেশপ্রিয় নগর ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লী মোড়ে সান্ধ্যকালীন ভ্রাম্যমান গাড়িতে রক্তদান শিবির হয়। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা নিয়েছেন রক্ত। শিবিরে ৫০ জনের বেশি মানুষ রক্ত দিয়েছেন।

Comments :0

Login to leave a comment