জন্মের সময় প্রত্যাশিত আয়ু কমেছে ভারতে। গত ৫০ বছরে এই প্রথম প্রত্যাশিত আয়ু কমে যাওয়ার তথ্য সামনে এসেছে।
‘ডাউন টু আর্থ’ ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে ২০১৭-২১ মেয়াদে সমীক্ষায় প্রত্যাশিত আয়ু হয়েছে ভারতে ৬৮.৮ বছর। ২০১৬-২০ পর্বে সমীক্ষায় প্রত্যাশিত আয়ু ছিল ৭০ বছর।
অঙ্কের বিচারে প্রত্যাশিত আয়ু কমে গিয়েছে ২ মাস। তবে জনবিন্যাসের পরিপ্রেক্ষিতে এর প্রভাব বড় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
‘ডাউন টু আর্থ’-র বক্তব্য, ২০২০-তে কোভিড মহামারীর কারণে প্রত্যাশিত আয়ু কমে থাকতে পারে। ২০২০ এবং ২০২১ সালে মৃত্যুর হার বেড়ে যাওয়ার তথ্যও বেরিয়ে পড়েছে। জনসাধারণের সরাসরি অভিজ্ঞতাতেও মৃত্যু বেড়ে যাওয়ার বাস্তবতা ছিল।
এই সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ২১টিতে প্রত্যাশিত আয়ু কমে গিয়েছে। প্রত্যাশিত আয়ু বলতে বোঝানো হয় জন্মের সময় আয়ুর সম্ভাবনা। ধরা হয় মৃত্যুর হার আয়ুকালে স্থির থাকবে।
Life Expectancy India
পাঁচ দশকে প্রথম, ভারতে কমল প্রত্যাশিত আয়ু

×
Comments :0