4 teenages drown

শ্রীরামপুর ও পানিহাটিতে গঙ্গায় তলিয়ে গেলো ৪ কিশোর কিশোরী

জেলা

রবিবার গঙ্গায় তলিয়ে যাওয়ার ২ টি ঘটনা ঘটেছে। একটি পানিহাটির পিবি ঘাটে অন্যটি শ্রীরামপুর সুরকি ঘাটে। প্রথম ঘটনায় এক ১২ বছরের কিশোরে মৃত্যু হয়েছে এবং শ্রীরামপুরের ঘটনায়  দু'জন কিশোরী ও একজন কিশোরকে এখনও পাওয়া যায়নি। দুটো ঘটনায় গঙ্গায় জোয়ার থাকার কারণেই ওই কিশোর কিশোরীরা তলিয়ে গেছে।  

রবিবার সকাল ১১টা নাগাদ তিন বন্ধু মিলে পানিহাটি পিবি ঘাটে স্নান করতে নামে। তার মধ্যেএকজন জলে ডুবে যায়। সাথে সাথে আরও দুই বন্ধু বাড়িতে এসে খবর দেয়। তৎক্ষণাৎ এলাকার মানুষ ও পরিবারের লোক পিবি ঘাটে যায়। খড়দহ থানার পুলিশ ও কামারহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ডুবুড়িরা জলে নেমে খোঁজা শুরু করে। পুলিশের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়। ডুবুড়িরা কাদিরকে খুঁজে পায়। তাকে জল থেকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত শিশুর নাম আব্দুল কাদির বছর ১২ বয়স। সেলেমিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

অন্যদিকে শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা কেউই কিশোরী ও এক কিশোর রবিবার দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নেমেছিলেন। গঙ্গায় জোয়ার ছিল তখন। সেই জোয়ারের টানেই জলের গভীরে তলিয়ে যান তারা। তাদের নাম নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) ও রোহন প্রসাদ (১৬)। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। কিন্তু তাঁদের কারও খোঁজ মেলেনি। পুলিশ তরফে জানানো হয়েছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব ওই তিনজনকে উদ্ধার করার চেষ্টা করছে।
গরমের সময় একাধিকবার এই খবর সামনে আসে।
 

Comments :0

Login to leave a comment