Accident In Mathabhanga

মাথাভাঙ্গায় দুর্ঘটনায় মৃত এক, জখম চার

জেলা

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গৃহবধূর। গুরুতর জখম আরও চারজন। জানা গিয়েছে , মৃতের নাম দিয়া তীর্কি দাস(২২)। তাদের প্রত্যেকের বাড়ি শীতলকুচিতে। মৃতের পরিবার জানিয়েছে, শনিবার রাতে একটি চারচাকা গাড়িতে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত গোডাউন এলাকায় বিয়ে বাড়িতে যায়। ফেরার পথে মাথাভাঙ্গা-শীতলকুচি রাজ্য সড়কের শিবপুর চৌপাথি সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে ছিটকে পরে গিয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তবে কি কারণে এই ঘটনা ঘটল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। চালক সহ আহতরা শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে । শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment