কেজরিওয়াল সরকার ফেলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্ত করছে বিজেপি। সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য অতিশী।
তিনি বলেন, "গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার ফেলার জন্য মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে। অতীতের কিছু ঘটনা থেকেই আন্দাজ করে গিয়েছিল যে সরকার ফেলার চক্রান্ত চলছে।"
তার অভিযোগ একাধিক পদ শূন্য থাকা সত্ত্বেও কোন আধিকারিক নিয়োগ করা হয়নি দিল্লিতে। নিয়োগ প্রক্রিয়া, বদলি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
যদিও বিজেপি এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তবে একাধিক রাজ্যে এর আগে দল ভাঙিয়ে সরকার গঠন করেছে বিজেপি। ঝাড়খন্ডেও এই একই কায়দায় সরকার গঠনের চেষ্টা করে তারা, কিন্তু ব্যার্থ হয়। এখন দেখার দিল্লিতে কি ঘটনা ঘটে।
AAP's Big Claim
দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় বিজেপি : অতিশী
×
Comments :0