এনডিএ প্রার্থীর ভিডিও নিয়েই সরগরম রয়েছে কর্ণাটক। জনতা দল (এস)’র সাংসদ প্রজ্জ্বল রেবন্না এবারও প্রার্থী হাসান কেন্দ্র থেকে। একাধিক মহিলাকে নিপীড়ন এবং আপত্তিকর ভিডিও তোলার জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
জনতা দল (এস) এখন বিজেপি’র সঙ্গী হয়েছে। বস্তুত কর্ণাটকে বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পর জোটসঙ্গীর ওপর ভরসা করছে বিজেপি। জোটসঙ্গী জনতা দল (এস)’র এই প্রার্থীকে নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ছে কংগ্রেস। সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কংগ্রেস বলেছে, নারী নির্যাতনে দায়ী রেবন্নাকেও আড়াল করছেন নরেন্দ্র মোদী।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রেভান্নার প্রসঙ্গ তুলেই বলেছেন, ‘‘২০২৩’র ডিসেম্বরে জেডি(এস)’র এক নেতা দলে রেভান্নার নির্যাতন সম্পর্কে অভিযোগ তুলেছিলেন। সেই সময় তা সামনেও এসেছিল। অথচ প্রধানমন্ত্রী রেভান্নার নির্বাচনী জনসভায় গিয়ে বলেছেন, ‘রেবন্নাকে দেওয়া প্রতিটি ভোট মোদীকে মজবুত করবে।’’
কংগ্রেস নেতার সংযোজন, ‘‘আমরা আশ্চর্য হচ্ছি না। কুস্তিগিরদের হেনস্তায় দায়ী ব্রিজভূষণ শরণ সিং, ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গরদেরও রক্ষাকর্তা মোদীই। বারবার প্রধানমন্ত্রী তাঁর আসল চেহারা দেখিয়ে দিয়েছেন।’’
কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের অভিযোগ, হাসানে রেবন্নার তোল্লা আপত্তিকর বহু ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, ‘‘পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এই সাংসদের গৃহসহায়িকার বক্তব্যের ভিত্তিতে। প্রবীণ এই মহিলাও নিপীড়ন থেকে রেহাই পাননি। সব বয়সের মহিলাদের ওপর নিপীড়ন চালিয়েছেন রেবন্না। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। অথচ প্রধানমন্ত্রী এ বিষয়ে নীরব।’’
রেবন্না সম্পর্কে জেডি(এস)’র প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি। জেডি(এস)’র সাধারণ সম্পাদক পদে তাঁকে নিয়োগ করা হয় ২০১৯ সালেই।
হাসানে নির্বাচন হয়ে গিয়েছে ২৬ এপ্রিল। নির্বাচনে পরই আপত্তিকর বহু ভিডিও সামনে এসেছে বলে অভিযোগ। রাজ্যের কংগ্রেস সরকার ‘সিট’ গঠন করেছে। তবে রেবন্নার খোঁজ মিলছে না। তিনি দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, রয়েছে এমন অভিযোগও।
Revanna Congress
নারী নিপীড়কদের রক্ষাকর্তা মোদী, রেবন্নার ভিডিও নিয়ে সরব কংগ্রেস
×
Comments :0