উগ্রপন্থী সন্দেহে শনিবার সকালে হাওড়া স্টেশন থেকে এক ব্যনক্তিকে গ্রেপ্তার করলো এস টি এফ। এদিন সকালে উগ্রপন্থী সন্দেহে কোচবিহারের দিনহাটার বাসিন্দা নান্নু মিঞাকে(৪২) গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স (এস টি এফ) এর একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে গতবছর আগষ্ট মাসে উত্তর ২৪ পরগনার শাসন থানায় একটি ঘটনার তদন্তে নেমে পুলিশ দুইজনকে উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় গ্রেপ্তার করার পরে তাদের থেকে জানতে পেরে হাওড়ার বাঁকড়া থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ থেকে পুলিশ নান্নু মিঞার নাম জানতে পারে। পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে নান্নু মিঞার নামে অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। এরপরই পুলিশ নান্নু মিঞার খোঁজ পেয়ে তার উপর নজরদারি শুরু করে। এদিন সকালে হাওড়া স্টেশনের বাইরে বাস স্ট্যা ন্ডে ঘোরাঘুরি করার সময়ে নান্নু মিঞাকে আটক করে এস টি এফ একটি দল। তার কাছে থাকা ব্যা গ থেকে বিভিন্ন তথ্যর পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারের পর নান্নু মিঞাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এস টি এফ। কোন উগ্রপন্থী সংগঠনের সাথে সে যুক্ত তা জানতে চায় এস টি এফ।
Cooch Behar Youth Arrest
উগ্রপন্থী সন্দেহে হাওড়ায় গ্রেপ্তার কোচবিহারের যুবক
×
Comments :0