Maha Kumbh Accident

কুম্ভে দুর্ঘটনায় মৃতদের দেহ ফিরল পুরুলিয়ার গ্রামে

রাজ্য জেলা

শোকস্তব্ধ পরিবার।

প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের দেহ ফিরে এলে কান্নার রোল উঠলো পুরুলিয়ার গ্রামে। মঙ্গলবার ভোরবেলা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুরুলিয়া ১ নম্বর ব্লকের গোপলাডি গ্রামের আলপনা মাহাতো, কুন্তি মাহাতো এবং জাগরী মাহাতো নামের তিন মহিলার। গোপলাডি গ্রামে। দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজ জেলার উতারামপুর থানা এলাকায়।
আকস্মিক মৃত্যুর খবর পেয়েই গোটা গ্রাম হয়ে গিয়েছিল শোকস্তব্ধ। বুধবার সকাল নটা নাগাদ ওই তিনজনের নিথর দেহ টামনা থানা এলাকার গোপলাডি গ্রামেতে এলে শোকের ছায়া নেমে আসে ওই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে। ঘরে ঘরে ওঠে কান্নার রোল। স্বজন হারানোর যন্ত্রণায় গোটা গ্রাম এদিন ডুকরে কেঁদেছে। পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য গ্রামে আসেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার মাইতি সহ অন্যান্যরা। 


 

উল্লেখ্য, রবিবার বিকেলে পুরুলিয়া টামনা থানার চাকোলতোড় মোড় থেকে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বাস। সেখানে গোপলাডি গ্রামের মোট ১৩জন ছিলেন। প্রয়াগরাজ এলাকার উতারামপুর থানা এলাকায় মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় কুন্তি মাহাতো (৬৮), আল্পনা মাহাতো (৪৭) এবং জাগরি মাহাতোর (৪৯)। কুন্তি মাহাতো এবং আলপনা মাহাতো হলেন শাশুড়ি এবং বৌমা। 
পরিবারের লোকজনের অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর ট্যুর অপারেটররা কেউ গোপলাডি গ্রামের মৃতদের পরিবারের কাউকে ঘটনার কথা জানায়নি। ময়নাতদন্তের পর বুধবার সকালে মৃতদেহ গ্রামে আসতে উঠে আশেপাশের গ্রামের থেকেও মানুষ এসে ভিড় করেন।

Comments :0

Login to leave a comment