বামফ্রন্ট সরকারের আমলে বানারহাট থানার সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের গয়েরকাটা বাজারে নির্মিত হয়েছিল পানীয় জলের রিজার্ভার। গ্রামপঞ্চায়েতের গয়েরকাটা শহর সহ লাগোয়া চা বাগানের শ্রমিক মহল্লা এবং সংলগ্ন কৃষি এলাকার মানুষ পরিশ্রুত পানীয় জল এখান থেকেই পান। পাইপ লাইনে করে সরবরাহ করা হয় জনবসতি পূর্ন স্থানে।
গয়েরকাটা হাটের মাঝে মোরাঘাট রেঞ্জ অফিসের বিপরীতে এই পানীয় জলের রিজার্ভার। বেশ কিছু দিন থেকে লক্ষ করা যাচ্ছে সু উচ্চ জলের রিজার্ভার থেকে পাকা সিমেন্টের চাই খসে পড়ছে এবং বেশ কিছু স্থানে ফাটল দেখা যাচ্ছে ট্যাঙ্কের পিলারে। প্রতি রবিবার বড় মাপের হাট বসে এই চত্বরে। হাজার হাজার মানুষের আনাগোনা হয়। চা শ্রেণীর গ্রামের কৃষক বনবস্তির বাসিন্দারা এই হাটের উপর নির্ভরশীল। পথ চলতি মানুষ এবং দোকানদার খদ্দের সবাই আতঙ্ক নিয়ে আছেন এই রিজার্ভার নিয়ে। স্থানীয় বাসিন্দা পঙ্কজ দত্ত সঞ্জয় দেবনাথ বিরাজ সরকার বলেন দ্রুত মেরামত না করলে যে কোনো মূহুর্তে এই জলের রিজার্ভার ধসে পড়ে যেতে পারে। বহু মানুষের প্রাণহানি হতে পারে। পিএইচইকে অনেকবার বলা হয়েছে কিন্তু তাদের কোনো হেলদোল নেই। এই হাটের দোকানি ধূপগুড়ির বাসিন্দা বুয়া রায় অজয় বসাক বলেন আমরা ভয়ে ভয়ে থাকি কখন এই জলের রিজার্ভার পড়ে যায়।
Comments :0