DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA — BANDE BHARATH

মুক্তধারা / ধূসরবেলা — বন্দে ভারত / মনীষ দেব

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA    BANDE BHARATH

মুক্তধারা /  ধূসরবেলা

বন্দে ভারত

মনীষ দেব

এমন একটা দেশ যেখানে সারি সারি মানুষ রাস্তায় শুয়ে থাকে খোলা আকাশের নীচে। ভোর হয় — বেলা গড়ায় — রাত গভীর হয় অথচ কেউ খিদের কথা বলে না — পুষ্টির কথা বলে না — শিক্ষার কথা বলে না কিন্তু বিচিত্র এই দেশ স্বচ্ছতার অভিযান নিয়ে ঢাক্কানিনাদ করে — সত্য সেলুকাস। হ্যাঁ সেলুকাস, তোমাকে সামনে রাখছি কারণ তোমার আত্ম-পরিচয় এই রাষ্ট্রের চোখে অপরাধীর তকমা আঁটা নয় তা আপনি এই দেশ যত খুশি লুঠ করুন!
আসলে খুব জানতে ইচ্ছে করে — খোলা আকাশের নীচের মানুষ গুলির — 
     ডিজিটাল রেশন কার্ড আছে? 
     ওরা বিনা পয়সায় — চাল-গম-আটা পায় তো? 
     ওদের স্বাস্থসাথী কার্ড আছে? 
     ওদের চিকিৎসা কোথায় হয়?
     ওরা ১০০ দিনের কাজ পায়? 
     ওরা কন্যাশ্রী পায় ?
     ওদের আধার কার্ড আছে? 
     ওদের আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে?

প্রজাতন্ত্রের ৭৫ বছর অথচ এই সমস্ত প্রজাদের একটাও ভোটার কার্ড নেই ! রাষ্ট্র আসলে একটা খুড়োর কল — সে আপনার সামনে যুদ্ধ টাঙিয়ে দেবে। আপনি যুদ্ধের পিছনে ছুটতে থাকবেন। আপনার সামনে শহীদের লাশ টাঙ্গিয়ে দেবে – আপনি ছুটতে থাকবেন। যখন আপনি খিদের যন্ত্রণায় ছটফট করছেন তখন আপনার খুড়োর কলে ঝুলবে স্বচ্ছতা! শিক্ষা নৈব নৈব চ্ ।
ক্ষুদা থাকবে রাষ্ট্র নীরব থাকবে।
আসলে —
অশিক্ষার অন্ধকার থাকবে – রাষ্ট্র নীরব থাকবে। 
পাল্টফর্মে মৃত মায়ের লাশ টানবে তার অবুঝ সন্তান : আর প্যাটফর্ম দিয়ে ছুটে যাবে — বন্দে ভারত!

Comments :0

Login to leave a comment