DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA — MEDIA — INDIA

ধূসরবেলা — MEDIA — INDIA / মনীষ দেব

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA   MEDIA  INDIA

ধূসরবেলা

MEDIA — INDIA
মনীষ দেব

এক একটা সময় — নির্লপ্ত বেহায়ার মতো চারপাশের সাথে বেলেল্লাপনা করে যায় — এবং — সব বেলেল্লাপনা সহ্য করার জন্য নিবিড় অনুশীলন চালিয়ে যায় — এবং — এই নিবিড় অনুশীলনের প্রবল চর্চাকেন্দ্র — প্রচারমাধ্যম যার কেতাবী নাম — MEDIA.

MEDIA — INDIA এই দুটি শব্দের প্রচুর মিল যেন মাসতুতো ভাই। কি উচ্চারণে — কি বানানে। তার চেয়ে বেশি মিল প্রয়োগে — 
       INDIA বলছে MAKE IN INDIA
       MEDIA-ও বলছে MAKE IN INDIA 
মনিপুর জ্বলছে তো জ্বলছে —  জ্বলে যাক চিত্রাঙ্গদা। 
MAKE IN INDIA-র — MAKE IN CHITRANGADA-র নব্যরূপ যেন মনিপুর। মনিপুর নিয়ে INDIA বলছে না; তাই MEDIA-ও বলছে না। দেশ জ্বলছে জ্বলুক, দেশ পুড়ছে পুড়ুক। আসলে বেহায়ারা যেমন হয়।

মেওয়ার্টিরা পুড়ে যাবে হরিয়ানায় — নেহা থেকে গুরগাঁও, গুরগাঁও থেকে আলোয়ার, মথুরা থেকে ভরতপুর — ভারতবাসী সুরক্ষিত কিনা MEDIA জানতে পারে না। 
হরিয়ানার কুরুক্ষেত্র — মহাভারতের কুরুক্ষেত্রে — আবার জুগনু-র হাত কেটে নিয়ে গেছে কোনও দুঃশাসন। দুঃশাসন ছিল-আছে-থাকবে। INDIA জানতে পারেনি তাই MEDIA দেখতে পায়নি এই ছিনালিপনার পোশাকী নাম MEDIA নব্য MEDIA যা অভিধান বলছে, আমরা বলছিনা — আমরা অবমানিত দেশবাসী কিবা বলতে পারি? বললেই এই অবমানিত দেশবাসীর DNA টেস্ট শুরু হয়ে যাবে — MAKE IN INDIA-য়। যদিও এই বেহায়া MAKE IN INDIA-র চৌকিদাররা DNA শব্দর সম্পূর্ণ অর্থ জানে না – সত্য সেলুকাস .......!


       SUPER SPECIALITY চিকিৎসা
       মৃত্যু হার +28.57
       মাথাপিছু রোজগারে তলানিতে INDIA. 
       MEDIA-য় নেই খোঁজ 
       শুধু প্রতিদিন আত্মহত্যায় 
       ৪০০ জন ভারতবাসী।
       শিক্ষা জাহান্নামে — হবু শিক্ষকরা রাস্তায় 
       DIGITAL INDIA. ডারউইন বাদ — বাদ 
       MEDIA-র ঠুলি চোখে, মুখে কুলুপ। 
সময় জাহান্নামে — 
স্বপ্ন বিক্রি হচ্ছে — স্বপ্ন'র মৃত্যু বিক্রি হচ্ছে — স্বপ্ন নিয়ে বেলেল্লাপনা চলছে চলবে — MEDIA-র TRP বাড়ছে - বাড়ছে - বাড়ছে।


 

Comments :0

Login to leave a comment